০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 197

ছবি সংগৃহীত

 

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইটবাহী ট্রাক্টরের চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে আলুটিলা এলাকায় একটি ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে পড়ে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পরই খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন—মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) ও থৈঅংগ্য মারমা (২৬)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ইটবাহী ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, “আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল আলুটিলা এলাকাটি ঘন কুয়াশাচ্ছন্ন ও সরু বাঁক হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইটবাহী ট্রাক্টরের চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে আলুটিলা এলাকায় একটি ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে পড়ে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পরই খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন—মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) ও থৈঅংগ্য মারমা (২৬)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ইটবাহী ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, “আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল আলুটিলা এলাকাটি ঘন কুয়াশাচ্ছন্ন ও সরু বাঁক হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।