ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, দায়িত্বে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা ইউরোপে সর্বোচ্চ অবসরের বয়সের রেকর্ড গড়ছে ডেনমার্ক কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত, নিহত ৬ ইউক্রেনীয় সেনা সব দলের এক ইচ্ছা, নির্বাচন চান সবাই – দায়িত্বে থাকুক প্রধান উপদেষ্টা ভোলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের নির্দেশ দিল ভিয়েতনাম সরকার ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১,৭৪৪ জন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইটবাহী ট্রাক্টরের চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে আলুটিলা এলাকায় একটি ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে পড়ে।

দুর্ঘটনার পর পরই খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন—মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) ও থৈঅংগ্য মারমা (২৬)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ইটবাহী ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, “আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল আলুটিলা এলাকাটি ঘন কুয়াশাচ্ছন্ন ও সরু বাঁক হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইটবাহী ট্রাক্টরের চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে আলুটিলা এলাকায় একটি ইটবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে পড়ে।

দুর্ঘটনার পর পরই খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন—মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) ও থৈঅংগ্য মারমা (২৬)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ইটবাহী ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, “আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল আলুটিলা এলাকাটি ঘন কুয়াশাচ্ছন্ন ও সরু বাঁক হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।