১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি

রোনালদোর দারুণ পারফরম্যান্সে ১০ জনের দল নিয়ে আল নাসরের জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 100

ছবি: সংগৃহীত

 

বয়সের খাতায় ৪০ বছর পেরিয়ে গিয়েও নিজের পারফরম্যান্সে তরুণদের হার মানাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খোলুদ দলের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৯২৮তম গোলটি করেছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে ১০ জনের দল নিয়ে মাঠে নেমে আল নাসর ৩-১ ব্যবধানে জয় পায়। এই ম্যাচে রোনালদোর দারুণ কীর্তির পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের জয়ে। প্রথমার্ধেই আল নাসর ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই ৪মিনিটে রোনালদোর এক অদম্য গোল। বাঁ প্রান্তে সাদিও মানের পাস পেয়ে কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান গোলমুখে শট নিতে গিয়ে মিস করেন। তবে রোনালদো কোনো ভুল করেননি, গোলরক্ষক ও ডিফেন্ডারের ফাঁকে বল পাঠিয়ে গোল করলেন।

এরপর ২৬ মিনিটে দ্বিতীয় গোলটিতে রোনালদোর অসাধারণ পাস ছিল। মাঝমাঠ থেকে তিনি লম্বা পাসে আল নাজদিকে বল দেন, আর আল নাজদির পাসে সেনেগালিজ ফরোয়ার্ড মানে গোল করেন।

তবে বিরতির আগে ৩-০ ব্যবধান নিশ্চিত করে নাসর। ৪১তম মিনিটে ডুরান তার নিচু শটে গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ১০ জনে পরিণত হলেও আল নাসর প্রতিপক্ষকে সহজে গোলের সুযোগ দেয়নি।

৫৬ মিনিটে নাওয়াফ বউশালের হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পরেও আল নাসর অনেকটা শান্তিপূর্ণভাবে খেলে। তবে ৭২ মিনিটে খোলুদ একটি গোল শোধ করলেও ম্যাচটি ৩-১ ব্যবধানে শেষ হয়।

এই জয়ে আল নাসর ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছে। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। এখন পর্যন্ত এই মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদো ২৪ ম্যাচে ১৯ গোল করেছেন, যা তাকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর দারুণ পারফরম্যান্সে ১০ জনের দল নিয়ে আল নাসরের জয়

আপডেট সময় ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

বয়সের খাতায় ৪০ বছর পেরিয়ে গিয়েও নিজের পারফরম্যান্সে তরুণদের হার মানাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খোলুদ দলের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৯২৮তম গোলটি করেছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে ১০ জনের দল নিয়ে মাঠে নেমে আল নাসর ৩-১ ব্যবধানে জয় পায়। এই ম্যাচে রোনালদোর দারুণ কীর্তির পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের জয়ে। প্রথমার্ধেই আল নাসর ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই ৪মিনিটে রোনালদোর এক অদম্য গোল। বাঁ প্রান্তে সাদিও মানের পাস পেয়ে কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান গোলমুখে শট নিতে গিয়ে মিস করেন। তবে রোনালদো কোনো ভুল করেননি, গোলরক্ষক ও ডিফেন্ডারের ফাঁকে বল পাঠিয়ে গোল করলেন।

এরপর ২৬ মিনিটে দ্বিতীয় গোলটিতে রোনালদোর অসাধারণ পাস ছিল। মাঝমাঠ থেকে তিনি লম্বা পাসে আল নাজদিকে বল দেন, আর আল নাজদির পাসে সেনেগালিজ ফরোয়ার্ড মানে গোল করেন।

তবে বিরতির আগে ৩-০ ব্যবধান নিশ্চিত করে নাসর। ৪১তম মিনিটে ডুরান তার নিচু শটে গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ১০ জনে পরিণত হলেও আল নাসর প্রতিপক্ষকে সহজে গোলের সুযোগ দেয়নি।

৫৬ মিনিটে নাওয়াফ বউশালের হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পরেও আল নাসর অনেকটা শান্তিপূর্ণভাবে খেলে। তবে ৭২ মিনিটে খোলুদ একটি গোল শোধ করলেও ম্যাচটি ৩-১ ব্যবধানে শেষ হয়।

এই জয়ে আল নাসর ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছে। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। এখন পর্যন্ত এই মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদো ২৪ ম্যাচে ১৯ গোল করেছেন, যা তাকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেখেছে।