ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল শক্তিশালী ষড়যন্ত্রের ছায়ায় বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

আগামী ২৪ ঘণ্টায় দেশের দুটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা বাড়তে পারে, বিশেষ করে রাতের তাপমাত্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যত্র, আকাশ আংশিক মেঘলা হলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আগামী ১৩ মার্চ, বৃহস্পতিবার, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।

১৪ মার্চ, শুক্রবার, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, অন্যসব অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে এবং সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে তাপমাত্রার সামান্য বৃদ্ধি ও বৃষ্টির পূর্বাভাস দেশের বিভিন্ন অঞ্চলের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, বিশেষত যারা কৃষিকাজ ও আউটডোর কার্যক্রম করেন, তাদের জন্য সতর্কতার প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
৫০২ বার পড়া হয়েছে

বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে

আপডেট সময় ০৪:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

আগামী ২৪ ঘণ্টায় দেশের দুটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা বাড়তে পারে, বিশেষ করে রাতের তাপমাত্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যত্র, আকাশ আংশিক মেঘলা হলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আগামী ১৩ মার্চ, বৃহস্পতিবার, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।

১৪ মার্চ, শুক্রবার, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, অন্যসব অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে এবং সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে তাপমাত্রার সামান্য বৃদ্ধি ও বৃষ্টির পূর্বাভাস দেশের বিভিন্ন অঞ্চলের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, বিশেষত যারা কৃষিকাজ ও আউটডোর কার্যক্রম করেন, তাদের জন্য সতর্কতার প্রয়োজন।