১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

নিকট অতীতের শিক্ষা নিন, ভবিষ্যৎ গড়ুন: সারজিস আলমের সতর্কবার্তা ও ছাত্রদলের হামলার বিচারের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এ ঘটনার মূল হোতা ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।

বুধবার (৫ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান, ইফতারের পর তিনি বসুন্ধরার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আড্ডা শেষে এনএসইউ গেটের সামনে দিয়ে হাঁটার সময় ছাত্রদলের একদল সদস্য স্লোগান দিচ্ছিল। তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল। পরিস্থিতি বোঝার জন্য তিনি তাদের কাছে গেলে, তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। তাদের মধ্যে কিছু ছাত্র থাকলেও, অধিকাংশই ভাড়াটে দুষ্কৃতিকারী বলে মনে হয়েছে বলে জানান তিনি।

পরিস্থিতি শান্ত রাখতে তিনি দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটনা সহিংস রূপ নেয়। ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন টোকাইলীগের অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু যদি তারা এখন টোকাইলীগের মতোই সন্ত্রাসী আচরণ শুরু করে, তবে তাদের পরিণতিও একই হবে। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নিন।’

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা আর না ঘটে

নিউজটি শেয়ার করুন

নিকট অতীতের শিক্ষা নিন, ভবিষ্যৎ গড়ুন: সারজিস আলমের সতর্কবার্তা ও ছাত্রদলের হামলার বিচারের দাবি

আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এ ঘটনার মূল হোতা ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।

বুধবার (৫ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান, ইফতারের পর তিনি বসুন্ধরার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আড্ডা শেষে এনএসইউ গেটের সামনে দিয়ে হাঁটার সময় ছাত্রদলের একদল সদস্য স্লোগান দিচ্ছিল। তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল। পরিস্থিতি বোঝার জন্য তিনি তাদের কাছে গেলে, তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। তাদের মধ্যে কিছু ছাত্র থাকলেও, অধিকাংশই ভাড়াটে দুষ্কৃতিকারী বলে মনে হয়েছে বলে জানান তিনি।

পরিস্থিতি শান্ত রাখতে তিনি দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটনা সহিংস রূপ নেয়। ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন টোকাইলীগের অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু যদি তারা এখন টোকাইলীগের মতোই সন্ত্রাসী আচরণ শুরু করে, তবে তাদের পরিণতিও একই হবে। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নিন।’

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা আর না ঘটে