ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার মেসির বিবর্ণ দিনে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে থামল ইন্টার মায়ামি পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ মানতে প্রস্তুত ইরান, শর্ত শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি কাকরাইলে রাতভর অবস্থান, তিন দফা দাবিতে অনড় জবি শিক্ষার্থীরা

নিকট অতীতের শিক্ষা নিন, ভবিষ্যৎ গড়ুন: সারজিস আলমের সতর্কবার্তা ও ছাত্রদলের হামলার বিচারের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 27

ছবি সংগৃহীত

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এ ঘটনার মূল হোতা ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।

বুধবার (৫ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান, ইফতারের পর তিনি বসুন্ধরার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।

তিনি জানান, আড্ডা শেষে এনএসইউ গেটের সামনে দিয়ে হাঁটার সময় ছাত্রদলের একদল সদস্য স্লোগান দিচ্ছিল। তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল। পরিস্থিতি বোঝার জন্য তিনি তাদের কাছে গেলে, তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। তাদের মধ্যে কিছু ছাত্র থাকলেও, অধিকাংশই ভাড়াটে দুষ্কৃতিকারী বলে মনে হয়েছে বলে জানান তিনি।

পরিস্থিতি শান্ত রাখতে তিনি দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটনা সহিংস রূপ নেয়। ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন টোকাইলীগের অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু যদি তারা এখন টোকাইলীগের মতোই সন্ত্রাসী আচরণ শুরু করে, তবে তাদের পরিণতিও একই হবে। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নিন।’

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা আর না ঘটে

নিউজটি শেয়ার করুন

নিকট অতীতের শিক্ষা নিন, ভবিষ্যৎ গড়ুন: সারজিস আলমের সতর্কবার্তা ও ছাত্রদলের হামলার বিচারের দাবি

আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এ ঘটনার মূল হোতা ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।

বুধবার (৫ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান, ইফতারের পর তিনি বসুন্ধরার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।

তিনি জানান, আড্ডা শেষে এনএসইউ গেটের সামনে দিয়ে হাঁটার সময় ছাত্রদলের একদল সদস্য স্লোগান দিচ্ছিল। তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল। পরিস্থিতি বোঝার জন্য তিনি তাদের কাছে গেলে, তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। তাদের মধ্যে কিছু ছাত্র থাকলেও, অধিকাংশই ভাড়াটে দুষ্কৃতিকারী বলে মনে হয়েছে বলে জানান তিনি।

পরিস্থিতি শান্ত রাখতে তিনি দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটনা সহিংস রূপ নেয়। ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন টোকাইলীগের অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু যদি তারা এখন টোকাইলীগের মতোই সন্ত্রাসী আচরণ শুরু করে, তবে তাদের পরিণতিও একই হবে। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নিন।’

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা আর না ঘটে