১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

শেখ হাসিনার মেয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 64

ছবি সংগৃহীত

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে থাকা ৪৮ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সায়মা ওয়াজেদ তার মায়ের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের চেষ্টা করা হয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পরিপন্থী।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। এ কারণে আদালতের অনুমতি নিয়ে হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে।

ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িকে সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানা হিসেবে ব্যবহার করা হতো, যা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট। তবে দুদকের অনুসন্ধানে দেখা গেছে, এই সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, যার প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে, ২০২৩ সালের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুদক বলছে, এই ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পদ বেহাতের চেষ্টা করছিলেন, যা অনুসন্ধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করাই ছিল জরুরি পদক্ষেপ।

দুদক এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে অর্থপাচার মামলার আইনি পদক্ষেপ নিতে পারে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

@riyad Sir Sir, please check

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার মেয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আপডেট সময় ০৫:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে থাকা ৪৮ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সায়মা ওয়াজেদ তার মায়ের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের চেষ্টা করা হয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পরিপন্থী।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। এ কারণে আদালতের অনুমতি নিয়ে হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে।

ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িকে সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানা হিসেবে ব্যবহার করা হতো, যা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট। তবে দুদকের অনুসন্ধানে দেখা গেছে, এই সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, যার প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে, ২০২৩ সালের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুদক বলছে, এই ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পদ বেহাতের চেষ্টা করছিলেন, যা অনুসন্ধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করাই ছিল জরুরি পদক্ষেপ।

দুদক এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে অর্থপাচার মামলার আইনি পদক্ষেপ নিতে পারে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

@riyad Sir Sir, please check