১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্রসহ ২০ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 114

ছবি সংগৃহীত

 

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান সারাদিন ধরে মির্জাচর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযানের সময় বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন। এ ছাড়া তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযুক্তদের মধ্যে ২০ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। যৌথ বাহিনীর এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কেউ অপরাধ করে পার পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব।” সরকার ও প্রশাসন দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্রসহ ২০ জন গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান সারাদিন ধরে মির্জাচর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযানের সময় বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন। এ ছাড়া তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযুক্তদের মধ্যে ২০ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। যৌথ বাহিনীর এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কেউ অপরাধ করে পার পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব।” সরকার ও প্রশাসন দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।