ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

নতুন ভোটার তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করবে নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ জানান, এবারের ভোটার তালিকায় প্রায় ১৮ লাখ নতুন ভোটারের অন্তর্ভুক্তি হয়েছে, এবং ১৯ লাখ মৃত ভোটার এই তালিকা থেকে বাদ পড়বে। তিনি বলেন, এই তালিকা সংশোধনের মাধ্যমে কোনো ধরনের ভুল বা অপছন্দজনক পরিস্থিতি এড়ানো যাবে।

আগের নির্বাচনের বিষয়ে দুঃখ প্রকাশ করে সানাউল্লাহ বলেন, অতীতের নির্বাচনগুলোর অবস্থা সন্তোষজনক ছিল না, এবং এই বিষয়টির দায় নির্বাচন কমিশনও এড়াতে পারে না। তিনি বলেন, “এটা আমাদের কর্তব্য, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রতিটি কর্মচারী পর্যন্ত আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে।”

নতুন নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদী, বলছেন, “আজকের এই পরিবর্তিত পরিস্থিতি আমাদের গণতান্ত্রিক উন্নয়নের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এখন ভোটবিমুখ জনগণও ভোটে অংশগ্রহণে আগ্রহী হয়েছে।” সানাউল্লাহ আরও বলেন, এবারের ভোটার দিবসের গুরুত্ব এখানেই, যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে। বিশেষত তরুণ ও নারী ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে।

ইসি সানাউল্লাহ দাবি করেন, নির্বাচন কমিশন কঠিন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা কঠিন পরিস্থিতিতেও লড়ে যাব। কমিশন ভেঙে পড়বে, কিন্তু নত হবে না।” তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে শহীদদের রক্তের প্রতি আমাদের সম্মান থাকবে, এবং তাদের আত্মত্যাগের প্রতি প্রতিশ্রুতি বজায় রাখব।”

এদিকে, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেছেন, নির্বাচনে স্বচ্ছতা আনার জন্য খোলা মাঠে নির্বাচন আয়োজন করতে হবে, বদ্ধ ঘরে নয়। অন্যদিকে, কমিশনার রহমানেল মাছউদ বলেন, কমিশন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

নতুন ভোটার তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করবে নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৫:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

 

আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ জানান, এবারের ভোটার তালিকায় প্রায় ১৮ লাখ নতুন ভোটারের অন্তর্ভুক্তি হয়েছে, এবং ১৯ লাখ মৃত ভোটার এই তালিকা থেকে বাদ পড়বে। তিনি বলেন, এই তালিকা সংশোধনের মাধ্যমে কোনো ধরনের ভুল বা অপছন্দজনক পরিস্থিতি এড়ানো যাবে।

আগের নির্বাচনের বিষয়ে দুঃখ প্রকাশ করে সানাউল্লাহ বলেন, অতীতের নির্বাচনগুলোর অবস্থা সন্তোষজনক ছিল না, এবং এই বিষয়টির দায় নির্বাচন কমিশনও এড়াতে পারে না। তিনি বলেন, “এটা আমাদের কর্তব্য, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রতিটি কর্মচারী পর্যন্ত আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে।”

নতুন নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদী, বলছেন, “আজকের এই পরিবর্তিত পরিস্থিতি আমাদের গণতান্ত্রিক উন্নয়নের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এখন ভোটবিমুখ জনগণও ভোটে অংশগ্রহণে আগ্রহী হয়েছে।” সানাউল্লাহ আরও বলেন, এবারের ভোটার দিবসের গুরুত্ব এখানেই, যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে। বিশেষত তরুণ ও নারী ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে।

ইসি সানাউল্লাহ দাবি করেন, নির্বাচন কমিশন কঠিন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা কঠিন পরিস্থিতিতেও লড়ে যাব। কমিশন ভেঙে পড়বে, কিন্তু নত হবে না।” তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে শহীদদের রক্তের প্রতি আমাদের সম্মান থাকবে, এবং তাদের আত্মত্যাগের প্রতি প্রতিশ্রুতি বজায় রাখব।”

এদিকে, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেছেন, নির্বাচনে স্বচ্ছতা আনার জন্য খোলা মাঠে নির্বাচন আয়োজন করতে হবে, বদ্ধ ঘরে নয়। অন্যদিকে, কমিশনার রহমানেল মাছউদ বলেন, কমিশন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।