চ্যাম্পিয়নস ট্রফি
ইব্রাহিম জাদরানের বিধ্বংসী ইনিংসে নতুন রেকর্ড, আফগানিস্তানের বিশাল সংগ্রহ
এক সপ্তাহের ব্যবধানে ইব্রাহিম জাদরান ভেঙে দিলেন বেন ডাকেটের বিশ্বরেকর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে আফগানিস্তানকে এনে দিলেন ৩২৫ রানের বিশাল সংগ্রহ। ১৭৭ রানের অসাধারণ ইনিংসে দলের হয়ে একাই লড়লেন আফগান ওপেনার।
টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের গতি ও বাউন্সারে তারা চাপে পড়ে। ৩৭ রানে তিনটি উইকেট হারানোর পরও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের রেকর্ড গড়লেন ইব্রাহিম। হাশমতউল্লাহ শাহীদি (৪০) সঙ্গে চতুর্থ উইকেটে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের রমরমা ফেরান তিনি।
শাহীদি আউট হওয়ার পর ইব্রাহিমের আক্রমণ আরও তীব্র হয়। আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ৭২ রানের একটি পার্টনারশিপও তৈরি করেন। ৩১ বলে ৪১ রান করা ওমরজাই আউট হওয়ার পরই ইব্রাহিম একাই বিপক্ষের বোলারদের বিরুদ্ধে তাণ্ডব চালাতে থাকেন। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় তার বিধ্বংসী ইনিংস পুরো ম্যাচের রং বদলে দেয়।
ইব্রাহিমের এই ইনিংসে আফগানিস্তান ছাপিয়ে যায় ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রহের দিকে। তার ১৭৭ রানের ইনিংসটি এখন চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ রানের রেকর্ড, যা আগে ছিল বেন ডাকেটের (১৬৫ রান)।
শেষে মোহাম্মদ নবীও ২৪ বলে ৪০ রান করে দলের সংগ্রহকে আরও শক্তিশালী করেন। শেষ ১০ ওভারে আফগান ব্যাটাররা ঝোড়ো ব্যাটিং করে ১১৩ রান সংগ্রহ করেন।
বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হলে, আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচ হয়ে দাঁড়ায় ‘বাঁচা-মরার’। আফগানিস্তানের এই বিশাল সংগ্রহ ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে।