ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ভ্যাট অব্যাহতির নতুন ঘোষণা: তেল ও এলপি গ্যাসসহ যেসব পণ্যের ভ্যাট বাতিল করল এনবিআর পাহাড়ে সরিষা ফুলের মধুর ব্যাপক ফলন, টেকনাফের চাকমা কৃষকদের সাফল্য তেঁতুলিয়া ও টাঙ্গাইলে ডাকাতি: আন্তঃজেলা চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত ট্রুডোর, রাশিয়ার তির্যক প্রতিক্রিয়া মেসিদের দারুণ প্রত্যাবর্তন: ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য প্রস্তুতি বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশ প্রতিনিধি দল: নতুন আলোচনা শুরু কলকাতায় খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস, আপিল বিভাগের রায় ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’ মুম্বাইয়ে প্রথম বিক্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা, পরিকল্পনায় রয়েছে কারখানাও অস্কার ২০২৫: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ ঘোষিত হয়েছে বিজয়ী, যাদের হাতে উঠল পুরষ্কার

বোমা হামলার হুমকি: রোমে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট জরুরি অবতরণ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিল আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২)। ফ্লাইটটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ই-মেইলে পাওয়া হুমকির পরই ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।

ফ্লাইটটি রোববার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এবং কাস্পিয়ান সাগর পাড়ি দেওয়ার পর হুমকিটি আসে। ওই মুহূর্তে ফ্লাইটটির পাইলট পরিস্থিতি নিরীক্ষণ করে এবং নিরাপত্তার জন্য দ্রুত রোমের উদ্দেশে পথ পরিবর্তন করেন।

নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে, রোম বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটির পুরো বাহন ও যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি দিল্লির দিকে আবার যাত্রা করবে।

এমন ঘটনার পর ফ্লাইটটির যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও, কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি শুরুর দিকে চালানো হয়।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে যে ফ্লাইটটি দিল্লির পথে পুনরায় যাত্রা শুরু করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিউইয়র্ক থেকে দিল্লিগামী এএ ২৯২ ফ্লাইটে হামলার সম্ভাবনা থাকায় রোমে জরুরি অবতরণ করা হয়েছে।’’

এখনো পর্যন্ত কোনও সন্দেহভাজন বা হামলার চেষ্টা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
৫১৬ বার পড়া হয়েছে

বোমা হামলার হুমকি: রোমে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট জরুরি অবতরণ

আপডেট সময় ১২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

 

নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিল আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২)। ফ্লাইটটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ই-মেইলে পাওয়া হুমকির পরই ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।

ফ্লাইটটি রোববার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এবং কাস্পিয়ান সাগর পাড়ি দেওয়ার পর হুমকিটি আসে। ওই মুহূর্তে ফ্লাইটটির পাইলট পরিস্থিতি নিরীক্ষণ করে এবং নিরাপত্তার জন্য দ্রুত রোমের উদ্দেশে পথ পরিবর্তন করেন।

নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে, রোম বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটির পুরো বাহন ও যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি দিল্লির দিকে আবার যাত্রা করবে।

এমন ঘটনার পর ফ্লাইটটির যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও, কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি শুরুর দিকে চালানো হয়।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে যে ফ্লাইটটি দিল্লির পথে পুনরায় যাত্রা শুরু করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিউইয়র্ক থেকে দিল্লিগামী এএ ২৯২ ফ্লাইটে হামলার সম্ভাবনা থাকায় রোমে জরুরি অবতরণ করা হয়েছে।’’

এখনো পর্যন্ত কোনও সন্দেহভাজন বা হামলার চেষ্টা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।