ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

বোমা হামলার হুমকি: রোমে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট জরুরি অবতরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিল আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২)। ফ্লাইটটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ই-মেইলে পাওয়া হুমকির পরই ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।

ফ্লাইটটি রোববার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এবং কাস্পিয়ান সাগর পাড়ি দেওয়ার পর হুমকিটি আসে। ওই মুহূর্তে ফ্লাইটটির পাইলট পরিস্থিতি নিরীক্ষণ করে এবং নিরাপত্তার জন্য দ্রুত রোমের উদ্দেশে পথ পরিবর্তন করেন।

নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে, রোম বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটির পুরো বাহন ও যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি দিল্লির দিকে আবার যাত্রা করবে।

এমন ঘটনার পর ফ্লাইটটির যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও, কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি শুরুর দিকে চালানো হয়।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে যে ফ্লাইটটি দিল্লির পথে পুনরায় যাত্রা শুরু করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিউইয়র্ক থেকে দিল্লিগামী এএ ২৯২ ফ্লাইটে হামলার সম্ভাবনা থাকায় রোমে জরুরি অবতরণ করা হয়েছে।’’

এখনো পর্যন্ত কোনও সন্দেহভাজন বা হামলার চেষ্টা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বোমা হামলার হুমকি: রোমে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট জরুরি অবতরণ

আপডেট সময় ১২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

 

নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিল আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২)। ফ্লাইটটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ই-মেইলে পাওয়া হুমকির পরই ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।

ফ্লাইটটি রোববার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এবং কাস্পিয়ান সাগর পাড়ি দেওয়ার পর হুমকিটি আসে। ওই মুহূর্তে ফ্লাইটটির পাইলট পরিস্থিতি নিরীক্ষণ করে এবং নিরাপত্তার জন্য দ্রুত রোমের উদ্দেশে পথ পরিবর্তন করেন।

নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে, রোম বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটির পুরো বাহন ও যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি দিল্লির দিকে আবার যাত্রা করবে।

এমন ঘটনার পর ফ্লাইটটির যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও, কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি শুরুর দিকে চালানো হয়।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে যে ফ্লাইটটি দিল্লির পথে পুনরায় যাত্রা শুরু করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিউইয়র্ক থেকে দিল্লিগামী এএ ২৯২ ফ্লাইটে হামলার সম্ভাবনা থাকায় রোমে জরুরি অবতরণ করা হয়েছে।’’

এখনো পর্যন্ত কোনও সন্দেহভাজন বা হামলার চেষ্টা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।