শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব হলেন মো. ওবায়দুর রহমান, শিগগিরই আসছেন আরও ৯ জন

- আপডেট সময় ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৩৭ বার পড়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো. ওবায়দুর রহমানকে নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া, আগামী দু-এক দিনের মধ্যে আরও নয়জন কর্মকর্তাকে সচিব পদে শূন্য থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় ১২ জনকে সচিব পদে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই যোগ্য এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। তাঁরা সকলেই কর্মরত অবস্থায় সচিব পদে উন্নীত হয়েছেন, এবং তাঁদের কেউ চুক্তিভিত্তিক নয়।
বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, “যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের কাউকে ওএসডি, কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অর্থনৈতিক অপরাধের অভিযোগে যাদের বিরুদ্ধে তথ্য রয়েছে, তারা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। তবে, যাদের বিরুদ্ধে অপপ্রচার আছে বা অপরাধের সঙ্গে জড়িত নন, তাঁদের সম্মানজনকভাবে সাময়িক ওএসডি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী সময়ে এসব অভিযোগের ভিত্তিতে আরও তদন্ত করা হবে, তবে কোনো পক্ষপাতিত্ব বা অনিয়মের আশঙ্কা নেই। সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ গ্রহণ করছে, যাতে কোনো নিরীহ কর্মকর্তার সম্মানহানি না হয়।”