ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পেন্টাগনে ৫,৪০০ কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশ গঠনে সবার ঐক্য দরকার: মির্জা ফখরুল ট্রাম্পের নতুন পরিকল্পনা: অবৈধ অভিবাসীদের সামরিক ঘাঁটিতে আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি: স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কমলগঞ্জে হলুদ ফুলকপির চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি, চাষিরা উপভোগ করছেন লাভের সাফল্য নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন: বিজিবির দাবি, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসা হোক স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি: জ্বালানি উপদেষ্টা বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

অপারেশন ডেভিল হান্ট

জামালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

জামালপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় দীর্ঘদিন পলাতক থাকা মো. শাহজাহান ওরফে সাজু মিয়া (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জামালপুর শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহজাহান দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তিনি মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ এবং মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, শাহজাহানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাশকতার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি নাশকতা, চাঁদাবাজি ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

স্থানীয় রাজনীতিতে শাহজাহানের গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার অনুসারীরা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্ট

জামালপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: দীর্ঘদিন পলাতক আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

জামালপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় দীর্ঘদিন পলাতক থাকা মো. শাহজাহান ওরফে সাজু মিয়া (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জামালপুর শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহজাহান দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তিনি মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ এবং মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, শাহজাহানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাশকতার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি নাশকতা, চাঁদাবাজি ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

স্থানীয় রাজনীতিতে শাহজাহানের গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার অনুসারীরা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।