ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: পাবনায় ১০ নেতাকর্মীর বহিষ্কার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

রমজানে স্বস্তি, টিসিবির ট্রাকসেলে নতুন সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 58

ছবি: সংগৃহীত

 

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ১২ লাখ পরিবারের কাছে ট্রাকসেলের মাধ্যমে এই অতিরিক্ত পণ্য সরবরাহ করা হবে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকবে এবং বাজারের ভারসাম্য রক্ষা পাবে।”

সরকারের এই উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে চিনি, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। বিশেষ করে রমজানের সময় বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রবণতা রোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির ট্রাকসেলের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এই সুবিধা পেতে পারে।

উল্লেখ্য, টিসিবি ইতোমধ্যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পরিবারে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করে আসছে। এবার ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিতরণের ফলে বাজারে নিত্যপণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

রমজানে স্বস্তি, টিসিবির ট্রাকসেলে নতুন সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ১১:২২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ১২ লাখ পরিবারের কাছে ট্রাকসেলের মাধ্যমে এই অতিরিক্ত পণ্য সরবরাহ করা হবে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকবে এবং বাজারের ভারসাম্য রক্ষা পাবে।”

সরকারের এই উদ্যোগের ফলে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে চিনি, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। বিশেষ করে রমজানের সময় বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রবণতা রোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, টিসিবির ট্রাকসেলের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এই সুবিধা পেতে পারে।

উল্লেখ্য, টিসিবি ইতোমধ্যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পরিবারে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করে আসছে। এবার ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিতরণের ফলে বাজারে নিত্যপণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।