ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মহাকাশ থেকে মানুষের মুখ শনাক্ত! চীনের বিপ্লবাত্মক লেজার ক্যামেরার সাফল্য চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, প্রশাসনে ফের বড় রদবদল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি, শিক্ষকদের আন্দোলন ওএসডি সচিবদের বিরুদ্ধে অনিয়ম প্রমাণ হলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা: সচিব পাকিস্তান থেকে ২৫ হাজার টন চাল আসছে বাংলাদেশে, বাজারে স্বস্তির আশা যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব: সম্পদ থাকবে ইউক্রেনের, নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা: আপিল বিভাগে শুনানি মঙ্গলবার ভারতের বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে বিবিসিকে ভারতীয় কর্তৃপক্ষের ৩.৯৮ লাখ ডলারের জরিমানা জুনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব: সংস্কার কমিশনের অভিমত পুঁজিবাজার: বাজারের উত্থান-পতনে আজকের ডিএসই ও সিএসই-এ চলছে লেনদেন 

ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর ও আগুন

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বুলডোজার মিছিলের’ ডাক দেওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরের ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সেখানে বুলডোজার ও ক্রেন আনা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ছাত্রজনতা বাড়ির ওপর তলায় আগুন লাগায়, পরে নিচ তলাতেও আগুন দেয়। এ সময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দাঁড়িয়ে ছিল এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে রাত ৮টার পর থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হতে শুরু করে। জনতার ভিড় বাড়তে থাকলে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়।

গণবিক্ষোভ মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদান ঘোষণার প্রতিবাদে ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন যে, শেখ হাসিনা যদি কোনো বক্তব্য দেন, তবে ধানমন্ডি-৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

এছাড়া, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয়।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
৫২২ বার পড়া হয়েছে

ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর ও আগুন

আপডেট সময় ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বুলডোজার মিছিলের’ ডাক দেওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরের ফটক ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সেখানে বুলডোজার ও ক্রেন আনা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ছাত্রজনতা বাড়ির ওপর তলায় আগুন লাগায়, পরে নিচ তলাতেও আগুন দেয়। এ সময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দাঁড়িয়ে ছিল এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে রাত ৮টার পর থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হতে শুরু করে। জনতার ভিড় বাড়তে থাকলে এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়।

গণবিক্ষোভ মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদান ঘোষণার প্রতিবাদে ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন যে, শেখ হাসিনা যদি কোনো বক্তব্য দেন, তবে ধানমন্ডি-৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

এছাড়া, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয়।