০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আইসিসির সিইও জিওফ অ্যালারডাইসের পদত্যাগ: নতুন চ্যালেঞ্জের পথে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 72

ছবি: সংগৃহীত

 

চার বছর দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। আগামী চ্যাম্পিয়নস ট্রফির আগে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২১ সালে পূর্ণকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আট মাস ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছিলেন অ্যালারডাইস।

বিজ্ঞাপন

অ্যালারডাইস ২০১২ সালে আইসিসিতে যোগ দেন এবং ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তার পদত্যাগের সিদ্ধান্ত আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার মাত্র দুই মাস পর।

এক বিবৃতিতে অ্যালারডাইস বলেন, “আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা ছিল সম্মানের। ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তার এবং আইসিসির সদস্যদের জন্য শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরিতে আমরা যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। নতুন চ্যালেঞ্জ নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মনে করি।”

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “অ্যালারডাইসের নেতৃত্বে ক্রিকেটের অগ্রগতি উল্লেখযোগ্য। তার কঠোর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

অ্যালারডাইসের পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে দেরি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনসংক্রান্ত বিশৃঙ্খলা তার পদত্যাগের কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আইসিসির সিইও জিওফ অ্যালারডাইসের পদত্যাগ: নতুন চ্যালেঞ্জের পথে

আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

চার বছর দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। আগামী চ্যাম্পিয়নস ট্রফির আগে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২১ সালে পূর্ণকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আট মাস ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছিলেন অ্যালারডাইস।

বিজ্ঞাপন

অ্যালারডাইস ২০১২ সালে আইসিসিতে যোগ দেন এবং ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তার পদত্যাগের সিদ্ধান্ত আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার মাত্র দুই মাস পর।

এক বিবৃতিতে অ্যালারডাইস বলেন, “আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা ছিল সম্মানের। ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তার এবং আইসিসির সদস্যদের জন্য শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরিতে আমরা যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। নতুন চ্যালেঞ্জ নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মনে করি।”

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “অ্যালারডাইসের নেতৃত্বে ক্রিকেটের অগ্রগতি উল্লেখযোগ্য। তার কঠোর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

অ্যালারডাইসের পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে দেরি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনসংক্রান্ত বিশৃঙ্খলা তার পদত্যাগের কারণ হতে পারে।