হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি
- আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 28
এক ম্যাচে দুই সেঞ্চুরি। এতেই ম্লান মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের সেঞ্চুরি। নোয়াখালীর বড় পুঁজি আসে আফগান ব্যাটারের সেঞ্চুরিতেই। তবে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করে সব স্বপ্ন এলোমেল করে দিয়েছেন। এতে ৮ উইকেটের বড় জয়ে লিগ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স।
রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। ভালো শুরুর আভাস দিলেও দ্রুতই জোড়া উইকেট হারায় দলটি। রহমত আলী ৯ ও জাকের আলী অনিক ৩ রান করে আউট হন।
এরপর ক্রিজে আসা অধিনায়ক হায়দার আলিকে সঙ্গে নিয়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন ইসাখিল। মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। ৭০ সেঞ্চুরি তুলে নেন ইসাখিল।
বিপিএল ইতিহাসে কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এটি। এছাড়া এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিওর্সের নাজমুল হোসেন শান্ত।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নোয়াখালী। ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। আর হায়দার ৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। ৭৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। তবে ১৭ বলে ১৫ রান করে আউট হন মালান।
এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হৃদয়। ১৪ চার ২ ছক্কায় ৫৭ বলে সেঞ্চুরির দেখা পান রংপুরের এই ওপেনার। আউট হওয়ার আগে ৬৩ বলে ১০৯ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসা খুশদীল শাহকে সঙ্গে নিয়ে ২ বল হাতে দলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লিটন। খুশদীল ৪ বলে ৩ ও লিটন ৩৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।



















