০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 43

ছবি : সংগৃহীত

 

সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন একটি ছেলে শিশু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে থানা রোড মহল্লার ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে পোড়া ও বীভৎস হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সাভার কলেজের এক শিক্ষার্থী ওই পরিত্যক্ত ভবনে প্রবেশ করলে ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানালে সাভার মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

[bsa_pro_ad_space id=2]

সাভারের এই পরিত্যক্ত ভবনটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, এই একই স্থান থেকে গত বছরের ২৯ আগস্ট হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে ১১ অক্টোবর এক নারীর অর্ধনগ্ন মরদেহ এবং ১৯ ডিসেম্বর দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রহস্যজনক বিষয় হলো, গত কয়েক মাসে উদ্ধার হওয়া এই চারটি মরদেহর কোনোটিরই পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভবনটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

 

সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন একটি ছেলে শিশু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে থানা রোড মহল্লার ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে পোড়া ও বীভৎস হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সাভার কলেজের এক শিক্ষার্থী ওই পরিত্যক্ত ভবনে প্রবেশ করলে ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানালে সাভার মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

[bsa_pro_ad_space id=2]

সাভারের এই পরিত্যক্ত ভবনটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, এই একই স্থান থেকে গত বছরের ২৯ আগস্ট হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে ১১ অক্টোবর এক নারীর অর্ধনগ্ন মরদেহ এবং ১৯ ডিসেম্বর দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রহস্যজনক বিষয় হলো, গত কয়েক মাসে উদ্ধার হওয়া এই চারটি মরদেহর কোনোটিরই পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভবনটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।