নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় ০৫:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 17
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, বরং তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশের মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আচরণের ওপরই নির্বাচনের সময় মানবিক মর্যাদা ও আইনের শাসন রক্ষা অনেকাংশে নির্ভর করে বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ভোটকেন্দ্রে বা নির্বাচনী এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী তা কঠোরভাবে দমন করতে হবে। দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর পক্ষ থেকে অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না।” তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পুলিশকে হতে হবে জনবান্ধব এবং আস্থার প্রতীক।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের ভিত্তি হতে হবে জ্ঞান, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি।
দুর্নীতিকে রাষ্ট্রের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে তিনি হুশিয়ারি দেন যে, ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক সুবিধার জন্য কেউ দায়িত্বচ্যুত হলে তা রাষ্ট্রের ভিতকে দুর্বল করে দেয়। অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এবং একাডেমির প্রিন্সিপালসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে উপদেষ্টা বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন।



















