১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 58

ছবি সংগৃহীত

 

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি বাসের মধ্যে ত্রিভুজ সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজাম্মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের দয়ামীর এলাকায় বিপরীতমুখী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে এনা পরিবহনের ঠিক পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এনার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়, তবে শ্যামলী ও এনা পরিবহনের ক্ষয়ক্ষতি ছিল সবচেয়ে বেশি। দুর্ঘটনার ফলে ইউনিক বাসের সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তারা হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০

আপডেট সময় ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

 

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি বাসের মধ্যে ত্রিভুজ সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজাম্মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের দয়ামীর এলাকায় বিপরীতমুখী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে এনা পরিবহনের ঠিক পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এনার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়, তবে শ্যামলী ও এনা পরিবহনের ক্ষয়ক্ষতি ছিল সবচেয়ে বেশি। দুর্ঘটনার ফলে ইউনিক বাসের সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তারা হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।