১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

নাজমুলের পদত্যাগ না হলে সব খেলা বন্ধের ঘোষণা ক্রিকেটারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 73

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান ও পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তাঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে সংগঠনটি।

বুধবার বিকেলে মিরপুরে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম নাজমুল ইসলাম। সেখানে তিনি বলেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, এতে বিসিবির কোনো লাভ-ক্ষতির বিষয় নেই। এমনকি ক্রিকেটারদের কাছ থেকে অর্থ ফেরত চাওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি। এই মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়লে ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত কোয়াবের এক জরুরি জুম সভায় নাজমুল ইসলামের পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে তোলা হয়। সভা শেষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, একজন বোর্ড পরিচালক যেভাবে ধারাবাহিকভাবে ক্রিকেটারদের নিয়ে শব্দচয়ন করছেন, তা পুরো ক্রিকেট সমাজকে আঘাত করছে। তাঁর ভাষ্য, এই ধরনের মন্তব্য খেলোয়াড়েরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি স্পষ্ট করে বলেন, আগামীকালের ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করা হবে।

এর আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে মন্তব্য করায় নাজমুল ইসলামের পেশাদার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার, যার মধ্যে ছিলেন তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মুমিনুল হক। কোয়াব সভাপতি সেই প্রসঙ্গ টেনে বলেন, একজন বোর্ড পরিচালকের কাছ থেকে ক্রিকেটারদের বিষয়ে আরও দায়িত্বশীল ও পরিমিত বক্তব্য প্রত্যাশিত।

বিজ্ঞাপন

এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু ও নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া সম্ভব না হলে পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এমন প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ সংশ্লিষ্টরা। ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নাজমুল ইসলামের বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক পরিচালকের সাম্প্রতিক মন্তব্য অনেককে বিচলিত করেছে এবং বোর্ড এ ধরনের বক্তব্যকে অনুপযুক্ত ও আপত্তিকর মনে করছে। বিসিবি এ জন্য দুঃখ প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দুই দিনের বিরতি শেষে বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ২০২৬ বিপিএলের শেষ পর্ব। সূচি অনুযায়ী দুপুর ১টায় মিরপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা। সন্ধ্যায় রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের লড়াই। তবে কোয়াবের ঘোষণার পর বিপিএলের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

নিউজটি শেয়ার করুন

নাজমুলের পদত্যাগ না হলে সব খেলা বন্ধের ঘোষণা ক্রিকেটারদের

আপডেট সময় ০২:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান ও পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তাঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে সংগঠনটি।

বুধবার বিকেলে মিরপুরে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম নাজমুল ইসলাম। সেখানে তিনি বলেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, এতে বিসিবির কোনো লাভ-ক্ষতির বিষয় নেই। এমনকি ক্রিকেটারদের কাছ থেকে অর্থ ফেরত চাওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি। এই মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়লে ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত কোয়াবের এক জরুরি জুম সভায় নাজমুল ইসলামের পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে তোলা হয়। সভা শেষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, একজন বোর্ড পরিচালক যেভাবে ধারাবাহিকভাবে ক্রিকেটারদের নিয়ে শব্দচয়ন করছেন, তা পুরো ক্রিকেট সমাজকে আঘাত করছে। তাঁর ভাষ্য, এই ধরনের মন্তব্য খেলোয়াড়েরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি স্পষ্ট করে বলেন, আগামীকালের ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করা হবে।

এর আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে মন্তব্য করায় নাজমুল ইসলামের পেশাদার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার, যার মধ্যে ছিলেন তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মুমিনুল হক। কোয়াব সভাপতি সেই প্রসঙ্গ টেনে বলেন, একজন বোর্ড পরিচালকের কাছ থেকে ক্রিকেটারদের বিষয়ে আরও দায়িত্বশীল ও পরিমিত বক্তব্য প্রত্যাশিত।

বিজ্ঞাপন

এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু ও নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া সম্ভব না হলে পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এমন প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ সংশ্লিষ্টরা। ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নাজমুল ইসলামের বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক পরিচালকের সাম্প্রতিক মন্তব্য অনেককে বিচলিত করেছে এবং বোর্ড এ ধরনের বক্তব্যকে অনুপযুক্ত ও আপত্তিকর মনে করছে। বিসিবি এ জন্য দুঃখ প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দুই দিনের বিরতি শেষে বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ২০২৬ বিপিএলের শেষ পর্ব। সূচি অনুযায়ী দুপুর ১টায় মিরপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা। সন্ধ্যায় রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের লড়াই। তবে কোয়াবের ঘোষণার পর বিপিএলের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।