০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শেষ মুহূর্তে স্থগিত ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 110

ছবি: সংগৃহীত

 

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ঘোষণার জন্য নির্ধারিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে বেলা ২টার পর জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দলের ঘোষিত সংবাদ সম্মেলনটি আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল জামায়াতে ইসলামী। সেখানে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ ১১ দলের মধ্যে সম্পাদিত আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে বিকেল সাড়ে ৪টায় আইডিইবির মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

তবে নির্ধারিত সময়ের আগেই সেই আয়োজন স্থগিতের ঘোষণা এলো, ফলে জোটের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকতে হচ্ছে রাজনৈতিক অঙ্গনকে।

নিউজটি শেয়ার করুন

শেষ মুহূর্তে স্থগিত ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং

আপডেট সময় ০৭:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

 

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ঘোষণার জন্য নির্ধারিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে বেলা ২টার পর জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দলের ঘোষিত সংবাদ সম্মেলনটি আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল জামায়াতে ইসলামী। সেখানে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ ১১ দলের মধ্যে সম্পাদিত আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে বিকেল সাড়ে ৪টায় আইডিইবির মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

তবে নির্ধারিত সময়ের আগেই সেই আয়োজন স্থগিতের ঘোষণা এলো, ফলে জোটের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকতে হচ্ছে রাজনৈতিক অঙ্গনকে।