০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

ঢাকা-১ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ পাঁচটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 137

ছবি সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে দাখিল করা সাতটি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদা।

বিজ্ঞাপন

যাচাই-বাছাইয়ে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মাওলানা নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার মনোনয়ন বাতিল করা হয় জামিনদার হিসেবে ঋণখেলাপি থাকার অভিযোগ এবং প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মো. আলী এবং জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা।

এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ করা হলেও ব্যাংক চালানের কাগজপত্র সঙ্গে না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানান।

এদিকে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

নিউজটি শেয়ার করুন

ঢাকা-১ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ পাঁচটি

আপডেট সময় ০৬:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে দাখিল করা সাতটি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদা।

বিজ্ঞাপন

যাচাই-বাছাইয়ে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মাওলানা নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার মনোনয়ন বাতিল করা হয় জামিনদার হিসেবে ঋণখেলাপি থাকার অভিযোগ এবং প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির খন্দকার আবু আশফাক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মো. আলী এবং জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা।

এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ করা হলেও ব্যাংক চালানের কাগজপত্র সঙ্গে না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানান।

এদিকে স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।