খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত
- আপডেট সময় ১২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 101
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার প্রয়াণে দেশের শোকের ছায়া নেমে আসায় আজ বিপিএলের দুই ম্যাচ স্থগিত করা হয়েছে। সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের খেলা হওয়ার কথা ছিল। তবে বিসিবি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দুই ম্যাচ স্থগিত করা হয়েছে এবং পরে নতুন সূচি জানানো হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি হয়েছে এবং ক্রিকেটকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
ঘরোয়া ফুটবলও স্থগিত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আজকের সব ম্যাচও স্থগিত করা হয়েছে। ফেডারেশন কাপে কুমিল্লায় আবাহনী-রহমতগঞ্জ এবং বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডি ব্রাদার্সের খেলার কথা ছিল। এছাড়া নারী ফুটবল লিগে তিনটি ম্যাচ ও অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে নতুন সূচি ঘোষণা করা হবে।
খালেদা জিয়া ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ফুসফুস ও হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতায়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে।
























