১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

পবিত্র শবেমেরাজের তারিখ ঘোষণা, আজ থেকে রজব মাস শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 100

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে রজব মাসের গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবেমেরাজ পালিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ভিত্তিতে সোমবার থেকে রজব মাস গণনা শুরু হচ্ছে এবং ১৬ জানুয়ারি পবিত্র শবেমেরাজ পালিত হবে।

শবেমেরাজ উপলক্ষে সাধারণত দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি দপ্তরে এ দিন ঐচ্ছিক ছুটি পালন করা হয়। এ বছর শবেমেরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়ায় আলাদা ছুটি ঘোষণা প্রয়োজন হয়নি।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শবেমেরাজ মুসলমানদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাত। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, দোয়া ও ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত অতিবাহিত করেন। অনেকে এ উপলক্ষে নফল রোজাও পালন করেন।
রজব হিজরি বর্ষপঞ্জির একটি বিশেষ ও মহিমান্বিত মাস, যা রমজানের প্রস্তুতির সূচনা হিসেবে বিবেচিত। এই মাসটি আল্লাহ তায়ালার নির্ধারিত চারটি সম্মানিত মাস—আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

‘শবেমেরাজ’ শব্দের অর্থ ঊর্ধ্বগমনের রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজের মাধ্যমে ঊর্ধ্বাকাশে গমন করে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

পবিত্র শবেমেরাজের তারিখ ঘোষণা, আজ থেকে রজব মাস শুরু

আপডেট সময় ০৩:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

 

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে রজব মাসের গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবেমেরাজ পালিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ভিত্তিতে সোমবার থেকে রজব মাস গণনা শুরু হচ্ছে এবং ১৬ জানুয়ারি পবিত্র শবেমেরাজ পালিত হবে।

শবেমেরাজ উপলক্ষে সাধারণত দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি দপ্তরে এ দিন ঐচ্ছিক ছুটি পালন করা হয়। এ বছর শবেমেরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়ায় আলাদা ছুটি ঘোষণা প্রয়োজন হয়নি।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শবেমেরাজ মুসলমানদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাত। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, দোয়া ও ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত অতিবাহিত করেন। অনেকে এ উপলক্ষে নফল রোজাও পালন করেন।
রজব হিজরি বর্ষপঞ্জির একটি বিশেষ ও মহিমান্বিত মাস, যা রমজানের প্রস্তুতির সূচনা হিসেবে বিবেচিত। এই মাসটি আল্লাহ তায়ালার নির্ধারিত চারটি সম্মানিত মাস—আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

‘শবেমেরাজ’ শব্দের অর্থ ঊর্ধ্বগমনের রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজের মাধ্যমে ঊর্ধ্বাকাশে গমন করে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।