শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ
- আপডেট সময় ০২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 32
নভেম্বরের শুরুতেই দেশে শীতের আমেজ অনুভূত হচ্ছে। যদিও দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় হালকা শীত নেমেছে, তবে রাজধানী ঢাকায় এখনো শীত পুরোপুরি উপস্থিত হয়নি। তবুও দুই দিন আগের বৃষ্টিতে আবহাওয়ায় কিছুটা ঠাণ্ডা ভাব বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র রূপ (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) নিতে পারে।
তিন মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) মৌসুমি পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে সার্বিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
এছাড়া, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল ও নদ–নদীর অববাহিকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

















