জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

- আপডেট সময় ১২:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 17
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন গ্রন্থাগার ভবনের অর্ধসমাপ্ত ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন মো. আরিফুল (৩০) নামে এক নির্মাণ শ্রমিক। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় আরিফুলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাঁকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. নিংতম জানান, “আরিফুলকে কয়েকজন শ্রমিক আহত অবস্থায় আমাদের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। তাঁর মুখে গুরুতর আঘাত ছিল, দাঁত পড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাঁকে এনাম মেডিকেলে পাঠানো হয়।”
নির্মাণকাজ পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অনিক ট্রেডিং করপোরেশন’-এর প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, “আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কয়েকজন শ্রমিক সাইটে ছিলেন। দুপুরে জানতে পারি, অসাবধানতার কারণে একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন।”
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক সুলতান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক শ্রমিককে আনা হচ্ছিল, যিনি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গেছেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে অনুসন্ধান শুরু করেছি। এমন দুর্ঘটনা কেন ঘটল এবং কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানো হয়নি কেন, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রো-ভিসি (প্রশাসন) তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।”