ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীঘিনালায় আঞ্চলিক ০২ সশস্ত্র গ্রুপের গুলাগুলিতে নিহত ৪ কোন কিছুতেই নিয়ন্ত্রন নেই,চাঁদার পরিমান বেড়েছে, পুলিশেও কোনো পরিবর্তন হয়নি : মির্জা ফখরুল ফ্যাসিবাদ-আধিপত্যবাদের সাথে যুদ্ধ বাদ দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ : আব্দুস সালাম অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ : দুদু ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক দুই অতিরিক্ত পিপিকে কারাগারে পাঠালেন আদালত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

সাতক্ষীরায় যুবদল নেতা মো. আবিদ হাসান হত্যা মামলায় অভিযুক্ত দুই আইনজীবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি দুইজনই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা হলেন—আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন এবং ওয়াহিদুজ্জামান।
২০১৪ সালের ঘটনায় অভিযোগ রয়েছে, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা ও যুবদল নেতা মো. আবিদ হাসানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে শ্যামনগর এলাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের চাচাতো ভাই মোনায়েম হোসেন বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

উল্লেখ্য, অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা বুধবার নিম্ন আদালতে পুনরায় জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাদেরকে সরাসরি জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিচারাধীন এ মামলায় দুইজন আইনজীবীর বিরুদ্ধে এই আদেশ শুধু আলোচিত নয়, বিচারব্যবস্থার প্রতি জনআস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্তও বটে।

নিউজটি শেয়ার করুন

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক দুই অতিরিক্ত পিপিকে কারাগারে পাঠালেন আদালত

আপডেট সময় ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

 

সাতক্ষীরায় যুবদল নেতা মো. আবিদ হাসান হত্যা মামলায় অভিযুক্ত দুই আইনজীবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি দুইজনই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা হলেন—আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন এবং ওয়াহিদুজ্জামান।
২০১৪ সালের ঘটনায় অভিযোগ রয়েছে, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা ও যুবদল নেতা মো. আবিদ হাসানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে শ্যামনগর এলাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের চাচাতো ভাই মোনায়েম হোসেন বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

উল্লেখ্য, অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা বুধবার নিম্ন আদালতে পুনরায় জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাদেরকে সরাসরি জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিচারাধীন এ মামলায় দুইজন আইনজীবীর বিরুদ্ধে এই আদেশ শুধু আলোচিত নয়, বিচারব্যবস্থার প্রতি জনআস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্তও বটে।