ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

বাংলাদেশে আর কোনো ‘গডফাদার’ সৃষ্টি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “গত সরকারের আমলে কক্সবাজার মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ঠিক যেমনভাবে নারায়ণগঞ্জে একটি গডফাদার রাজত্ব চালিয়েছিল, তেমনি কক্সবাজারেও ছিল তেমন গডফাদার। শেখ হাসিনার আমলে দেশজুড়ে এক প্রধান গডফাদারের নেতৃত্বে ছোট ছোট গডফাদারদের রাজত্ব কায়েম হয়েছিল। আমরা সে গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। এখন আর কাউকে গডফাদার হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ কক্সবাজারে পর্যটনের নামে লুটপাট ও উচ্ছেদের রাজনীতি চালিয়েছে। আমরা চাই এমন একটি টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা, যেখানে স্থানীয় জনগণের অধিকার ও স্বার্থ সর্বাগ্রে রক্ষা পাবে।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানবিক বিবেচনায় আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, তবে বছরের পর বছর অধিকারহীন অবস্থায় বাংলাদেশে তাদের রেখে দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়। এতে কক্সবাজারের সাধারণ মানুষের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।”

এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক মহল ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ড. ইউনূস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বান জানাই—রোহিঙ্গা সমস্যার দ্রুত ও সম্মানজনক সমাধান করুন। তাদের নিজ দেশে নিরাপদে অধিকারসহ প্রত্যাবাসনের পথ সুগম করুন।”

এর আগে, দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে শহরজুড়ে জাগরণ সৃষ্টি করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আপডেট সময় ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

বাংলাদেশে আর কোনো ‘গডফাদার’ সৃষ্টি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “গত সরকারের আমলে কক্সবাজার মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ঠিক যেমনভাবে নারায়ণগঞ্জে একটি গডফাদার রাজত্ব চালিয়েছিল, তেমনি কক্সবাজারেও ছিল তেমন গডফাদার। শেখ হাসিনার আমলে দেশজুড়ে এক প্রধান গডফাদারের নেতৃত্বে ছোট ছোট গডফাদারদের রাজত্ব কায়েম হয়েছিল। আমরা সে গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। এখন আর কাউকে গডফাদার হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ কক্সবাজারে পর্যটনের নামে লুটপাট ও উচ্ছেদের রাজনীতি চালিয়েছে। আমরা চাই এমন একটি টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা, যেখানে স্থানীয় জনগণের অধিকার ও স্বার্থ সর্বাগ্রে রক্ষা পাবে।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানবিক বিবেচনায় আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, তবে বছরের পর বছর অধিকারহীন অবস্থায় বাংলাদেশে তাদের রেখে দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়। এতে কক্সবাজারের সাধারণ মানুষের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।”

এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক মহল ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ড. ইউনূস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বান জানাই—রোহিঙ্গা সমস্যার দ্রুত ও সম্মানজনক সমাধান করুন। তাদের নিজ দেশে নিরাপদে অধিকারসহ প্রত্যাবাসনের পথ সুগম করুন।”

এর আগে, দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে শহরজুড়ে জাগরণ সৃষ্টি করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য দেন।