নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল

- আপডেট সময় ০৮:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 1
নির্বাচনের অনুপস্থিতিই দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অভাবে দেশে দুর্নীতি বাড়ছে এবং দুর্বৃত্তচক্র সুযোগ নিচ্ছে, কারণ বর্তমান সরকারের পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই।
শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’ এ নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই শক্তিশালী ও জবাবদিহিমূলক হতে পারে। দেশে বিগত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করে আসছে, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি।”
তিনি আরও বলেন, “মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই একটি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফেরাতে এখনই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ নিতে হবে।”
রাষ্ট্র সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি জানান, “দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৬ সালেই রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। সেই চিন্তার ভিত্তিতে বিএনপি ‘ভিশন ২০৩১’ এবং পরবর্তীতে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব’ পেশ করেছে।”
মিটফোর্ডে সম্প্রতি এক ব্যবসায়ী হত্যার ঘটনায় বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই না। এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। না হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও জনগণ ক্ষমা করবে না।”
এ সময় তিনি ‘জুলাই অভ্যুত্থান’ এ নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের পুনর্বাসনে সরকারের অবহেলার কথাও তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, “সরকারের উচিত এ ঘটনার যথাযথ তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ন্যায়বিচার ও পুনর্বাসনের নিশ্চয়তা দেওয়া।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য বড় হুমকি।