ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

দেশের টেলিযোগাযোগ খাতে গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি নতুন, আধুনিক ও সময়োপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব টেলিকম নীতিমালা বাতিল করে একটি অংশীজন-সহায়ক, যুক্তিবাদী এবং উদার নীতিমালা তৈরি করা হবে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব অংশগ্রহণকারীদের বিতর্ক নয়, বরং যৌক্তিক পরামর্শ দিয়ে খাতের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান। একইসঙ্গে তিনি মোবাইল অপারেটরদের নিজেদের মধ্যকার সমন্বয়ের মাধ্যমে সংকট নিরসনের উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা জানান, তারা প্রতিবছর প্রায় ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলেও খসড়া নীতিমালার কিছু ধারা, বিশেষ করে বিদেশি বিনিয়োগে শর্ত আরোপ এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি তাদের জন্য উদ্বেগজনক। ইন্টারনেট সেবা প্রদানকারীরাও নীতিমালায় বৈষম্যের অভিযোগ তোলেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বলেন, টেলিকম নীতিমালা প্রণয়ন সরকারের এখতিয়ার হলেও তার আলোকে নির্দেশিকা তৈরি করবে বিটিআরসি। তিনি উল্লেখ করেন, দেশে এখনও প্রায় ৯ কোটি মানুষ এবং প্রায় আড়াই কোটি পরিবার ইন্টারনেট সংযোগের বাইরে রয়ে গেছে। এর পেছনে প্রধান প্রতিবন্ধক হিসেবে তিনি ডিভাইসের অভাবকে চিহ্নিত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আশা প্রকাশ করেন, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে তা অন্তত আগামী ১৫ বছরের জন্য খাতটিকে একটি স্থিতিশীল কাঠামোর মধ্যে আনবে এবং বিনিয়োগে আস্থা বাড়াবে।

গোলটেবিল আলোচনায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, টেলিকম অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সাংবাদিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেট সময় ০৭:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

দেশের টেলিযোগাযোগ খাতে গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি নতুন, আধুনিক ও সময়োপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব টেলিকম নীতিমালা বাতিল করে একটি অংশীজন-সহায়ক, যুক্তিবাদী এবং উদার নীতিমালা তৈরি করা হবে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব অংশগ্রহণকারীদের বিতর্ক নয়, বরং যৌক্তিক পরামর্শ দিয়ে খাতের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান। একইসঙ্গে তিনি মোবাইল অপারেটরদের নিজেদের মধ্যকার সমন্বয়ের মাধ্যমে সংকট নিরসনের উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা জানান, তারা প্রতিবছর প্রায় ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলেও খসড়া নীতিমালার কিছু ধারা, বিশেষ করে বিদেশি বিনিয়োগে শর্ত আরোপ এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি তাদের জন্য উদ্বেগজনক। ইন্টারনেট সেবা প্রদানকারীরাও নীতিমালায় বৈষম্যের অভিযোগ তোলেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বলেন, টেলিকম নীতিমালা প্রণয়ন সরকারের এখতিয়ার হলেও তার আলোকে নির্দেশিকা তৈরি করবে বিটিআরসি। তিনি উল্লেখ করেন, দেশে এখনও প্রায় ৯ কোটি মানুষ এবং প্রায় আড়াই কোটি পরিবার ইন্টারনেট সংযোগের বাইরে রয়ে গেছে। এর পেছনে প্রধান প্রতিবন্ধক হিসেবে তিনি ডিভাইসের অভাবকে চিহ্নিত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আশা প্রকাশ করেন, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে তা অন্তত আগামী ১৫ বছরের জন্য খাতটিকে একটি স্থিতিশীল কাঠামোর মধ্যে আনবে এবং বিনিয়োগে আস্থা বাড়াবে।

গোলটেবিল আলোচনায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, টেলিকম অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সাংবাদিকরা অংশ নেন।