শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

- আপডেট সময় ০৭:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 1
চলমান শুল্কযুদ্ধের কারণে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র যদি ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করে, তবে মার্কিন বাজারে সংকটে পড়তে পারে জনপ্রিয় ব্রাজিলিয়ান কফি ও কমলার রস। এতে করে মার্কিন ভোক্তাদের এই দুই পানীয় কিনতে গুনতে হতে পারে অতিরিক্ত মূল্য।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এরই মাঝে আন্তর্জাতিক বাণিজ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা। বিভিন্ন দেশের ওপর একের পর এক শুল্কারোপের ঘোষণা দিয়ে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছেন তিনি। তবে বিশেষজ্ঞদের মতে, এই শুল্কনীতি দিয়ে অন্য দেশকে চাপে ফেলতে গিয়ে ট্রাম্প তার নিজের দেশের জনগণকেই ভোগান্তিতে ফেলছেন।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ব্রাজিলে উৎপাদিত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পরিকল্পনা রয়েছে তার। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে ব্রাজিলের সঙ্গে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হতে যাচ্ছে।
এই ঘোষণার পাল্টা জবাবে ব্রাজিলের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী কার্লোস ফাভারো জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেবেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র শুল্ক বহাল রাখে, তবে ব্রাজিলের সরকার মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় নতুন বাজার খুঁজবে, বিশেষ করে কমলার রস, কফি ও গরুর মাংসের জন্য।
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, যদি ব্রাজিলের পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়, তাহলে তার সরকারও একইভাবে জবাব দেবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কফির যে চাহিদা রয়েছে, তার এক-তৃতীয়াংশ সরবরাহ করে ব্রাজিল। পাশাপাশি, মার্কিনিদের প্রতিদিন পান করা কমলার রসের অর্ধেকই আসে এই দক্ষিণ আমেরিকান দেশটি থেকে। তাই অতিরিক্ত শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রে কফি ও কমলার রসের দাম বাড়বে এমন আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রফতানিকারকেরা।
বিশ্লেষকরা বলছেন, এই শুল্কযুদ্ধ অব্যাহত থাকলে দু’দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।