ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

উইম্বলডন থেকে বিদায় জোকোভিচের, ফাইনালে মুখোমুখি আলকারাজ-সিনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 9

ছবি: সংগৃহীত

 

টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে স্পর্শ করা আর মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু উইম্বলডনের সেমি-ফাইনালে এসে যেন হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেললেন সার্বিয়ান তারকা। সেন্টার কোর্টে ইয়ানিক সিনারের বিপক্ষে ছিলেন সম্পূর্ণ বিবর্ণ, যেন নিজেকেই খুঁজে পাচ্ছিলেন না কোর্টে।

শুক্রবার দিনের দ্বিতীয় সেমি-ফাইনালে ৩৮ বছর বয়সী জোকোভিচ কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ২৩ বছর বয়সী ইতালিয়ান তরুণ সিনার মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে সরাসরি সেটে দাপুটে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো উঠলেন উইম্বলডনের ফাইনালে। এর আগে তিনি দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জিতে টেনিস বিশ্বে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

এই ম্যাচে হেরে জোকোভিচ থেমে গেলেন আরেকটি ইতিহাস গড়ার দোরগোড়ায়। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে তিনি পুরুষ এককে সবচেয়ে বেশি মেজর জয়ের মালিক। নারী ও পুরুষ মিলিয়ে যৌথভাবে মার্গারেট কোর্টের সঙ্গে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিল তার। সেই রেকর্ড এককভাবে নিজের করার সুযোগ ছিল এবার, তবে তা আর হলো না। ২০২৩ সালের ইউএস ওপেনে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতার পর থেকে তার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

এছাড়া উইম্বলডনে রজার ফেদেরারের রেকর্ড আটটি শিরোপার পাশে নিজের নাম লেখানোর সুযোগও হাতছাড়া করলেন জোকোভিচ। তবে সিনারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানতেই হলো সার্বিয়ান গ্রেটকে।

দিনের প্রথম সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারান আমেরিকান তারকা টেইলর ফ্রিটজকে। ফলে এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছেন এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা আলকারাজ ও সিনার।

গতবার ফরাসি ওপেনের পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস ফাইনালে সিনারকে হারিয়েছিলেন আলকারাজ। এবার সেই পরাজয়ের জবাব দেওয়ার মঞ্চ পেতে যাচ্ছেন সিনার। রোমাঞ্চকর এই শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে আগামী রবিবার।

নিউজটি শেয়ার করুন

উইম্বলডন থেকে বিদায় জোকোভিচের, ফাইনালে মুখোমুখি আলকারাজ-সিনার

আপডেট সময় ০১:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে স্পর্শ করা আর মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু উইম্বলডনের সেমি-ফাইনালে এসে যেন হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেললেন সার্বিয়ান তারকা। সেন্টার কোর্টে ইয়ানিক সিনারের বিপক্ষে ছিলেন সম্পূর্ণ বিবর্ণ, যেন নিজেকেই খুঁজে পাচ্ছিলেন না কোর্টে।

শুক্রবার দিনের দ্বিতীয় সেমি-ফাইনালে ৩৮ বছর বয়সী জোকোভিচ কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ২৩ বছর বয়সী ইতালিয়ান তরুণ সিনার মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে সরাসরি সেটে দাপুটে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো উঠলেন উইম্বলডনের ফাইনালে। এর আগে তিনি দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জিতে টেনিস বিশ্বে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

এই ম্যাচে হেরে জোকোভিচ থেমে গেলেন আরেকটি ইতিহাস গড়ার দোরগোড়ায়। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে তিনি পুরুষ এককে সবচেয়ে বেশি মেজর জয়ের মালিক। নারী ও পুরুষ মিলিয়ে যৌথভাবে মার্গারেট কোর্টের সঙ্গে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিল তার। সেই রেকর্ড এককভাবে নিজের করার সুযোগ ছিল এবার, তবে তা আর হলো না। ২০২৩ সালের ইউএস ওপেনে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতার পর থেকে তার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

এছাড়া উইম্বলডনে রজার ফেদেরারের রেকর্ড আটটি শিরোপার পাশে নিজের নাম লেখানোর সুযোগও হাতছাড়া করলেন জোকোভিচ। তবে সিনারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানতেই হলো সার্বিয়ান গ্রেটকে।

দিনের প্রথম সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারান আমেরিকান তারকা টেইলর ফ্রিটজকে। ফলে এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছেন এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা আলকারাজ ও সিনার।

গতবার ফরাসি ওপেনের পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস ফাইনালে সিনারকে হারিয়েছিলেন আলকারাজ। এবার সেই পরাজয়ের জবাব দেওয়ার মঞ্চ পেতে যাচ্ছেন সিনার। রোমাঞ্চকর এই শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে আগামী রবিবার।