হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের সাজাপ্রাপ্ত ও পলাতকসহ ১৩ জন গ্রেপ্তার

- আপডেট সময় ১২:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 4
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে কিশোর গ্যাং সদস্য, মাদক বিক্রেতা ও সাজাপ্রাপ্ত পলাতকসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। বুধবার (৯ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার হামিদিয়া জুট মিলস এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)। তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং স্থানীয়ভাবে তৈরি তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
অপরদিকে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে টোরাগড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি পলি বেগম (২৮) কে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ পর রাত সোয়া ১২টার দিকে একই এলাকায় আবার অভিযান চালিয়ে আরও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় শামীম হোসেন (২২) নামে এক যুবককে, যিনি দুইটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেও জানা গেছে।
একই রাতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন এলাকায় আরও এক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চার জনকে আটক করে যৌথবাহিনী। তারা হলেন হিরণ (৩৫), রাশেদ (২৫), শফিউল আলম (৩৫) ও শামীম (২২)।
বৃহস্পতিবার সকালে এসব অভিযানের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, র্যাব এবং জেলা পুলিশ সদস্যরা।
অভিযানকালে আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।