ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। ১১ জুলাই ‘স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণ ও প্রতিফলনের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সোমবার (৭ জুলাই) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

এ বছর স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচিত।

গুতেরেসের বার্তায় বলা হয়, ১৯৯৫ সালের জুলাই মাসে ৮ হাজারেরও বেশি বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এছাড়া হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যার ফলে তাদের জীবন চিরতরে বিপর্যস্ত হয়ে পড়ে। স্রেব্রেনিৎসা থেকে বসনিয়ান মুসলমানদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করাই ছিল এই নৃশংসতার উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা আজ নিহতদের স্মরণ করি এবং স্রেব্রেনিৎসার মায়েদের মতো সাহসী বেঁচে থাকা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের নিরলস ন্যায়বিচারের লড়াই এই গণহত্যাকে আইন ও ইতিহাসে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মতে, এই দিনটি শুধু শোক ও স্মরণ করার জন্য নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা এবং সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও।

তিনি বলেন, ‘‘যখন ঘৃণামূলক বক্তব্য, সত্য অস্বীকার ও বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তখন আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকতে হবে। সহিংসতা ছড়িয়ে পড়ার আগে তার পূর্বাভাস শনাক্ত করে তা রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’

গুতেরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও বলেন, স্রেব্রেনিৎসার ভয়াবহ স্মৃতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে নতুন করে উজ্জীবিত করুক, যেন বিশ্বে আর কখনো এমন মানবতাবিরোধী অপরাধ না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। ১১ জুলাই ‘স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণ ও প্রতিফলনের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সোমবার (৭ জুলাই) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

এ বছর স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচিত।

গুতেরেসের বার্তায় বলা হয়, ১৯৯৫ সালের জুলাই মাসে ৮ হাজারেরও বেশি বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এছাড়া হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যার ফলে তাদের জীবন চিরতরে বিপর্যস্ত হয়ে পড়ে। স্রেব্রেনিৎসা থেকে বসনিয়ান মুসলমানদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করাই ছিল এই নৃশংসতার উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা আজ নিহতদের স্মরণ করি এবং স্রেব্রেনিৎসার মায়েদের মতো সাহসী বেঁচে থাকা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের নিরলস ন্যায়বিচারের লড়াই এই গণহত্যাকে আইন ও ইতিহাসে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মতে, এই দিনটি শুধু শোক ও স্মরণ করার জন্য নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা এবং সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও।

তিনি বলেন, ‘‘যখন ঘৃণামূলক বক্তব্য, সত্য অস্বীকার ও বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তখন আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকতে হবে। সহিংসতা ছড়িয়ে পড়ার আগে তার পূর্বাভাস শনাক্ত করে তা রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’

গুতেরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও বলেন, স্রেব্রেনিৎসার ভয়াবহ স্মৃতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে নতুন করে উজ্জীবিত করুক, যেন বিশ্বে আর কখনো এমন মানবতাবিরোধী অপরাধ না ঘটে।