০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 59

ছবি সংগৃহীত

 

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। ১১ জুলাই ‘স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণ ও প্রতিফলনের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সোমবার (৭ জুলাই) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

এ বছর স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

গুতেরেসের বার্তায় বলা হয়, ১৯৯৫ সালের জুলাই মাসে ৮ হাজারেরও বেশি বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এছাড়া হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যার ফলে তাদের জীবন চিরতরে বিপর্যস্ত হয়ে পড়ে। স্রেব্রেনিৎসা থেকে বসনিয়ান মুসলমানদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করাই ছিল এই নৃশংসতার উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা আজ নিহতদের স্মরণ করি এবং স্রেব্রেনিৎসার মায়েদের মতো সাহসী বেঁচে থাকা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের নিরলস ন্যায়বিচারের লড়াই এই গণহত্যাকে আইন ও ইতিহাসে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মতে, এই দিনটি শুধু শোক ও স্মরণ করার জন্য নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা এবং সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও।

তিনি বলেন, ‘‘যখন ঘৃণামূলক বক্তব্য, সত্য অস্বীকার ও বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তখন আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকতে হবে। সহিংসতা ছড়িয়ে পড়ার আগে তার পূর্বাভাস শনাক্ত করে তা রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’

গুতেরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও বলেন, স্রেব্রেনিৎসার ভয়াবহ স্মৃতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে নতুন করে উজ্জীবিত করুক, যেন বিশ্বে আর কখনো এমন মানবতাবিরোধী অপরাধ না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। ১১ জুলাই ‘স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণ ও প্রতিফলনের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সোমবার (৭ জুলাই) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

এ বছর স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

গুতেরেসের বার্তায় বলা হয়, ১৯৯৫ সালের জুলাই মাসে ৮ হাজারেরও বেশি বসনিয়ান মুসলিম পুরুষ ও কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এছাড়া হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যার ফলে তাদের জীবন চিরতরে বিপর্যস্ত হয়ে পড়ে। স্রেব্রেনিৎসা থেকে বসনিয়ান মুসলমানদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করাই ছিল এই নৃশংসতার উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা আজ নিহতদের স্মরণ করি এবং স্রেব্রেনিৎসার মায়েদের মতো সাহসী বেঁচে থাকা মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের নিরলস ন্যায়বিচারের লড়াই এই গণহত্যাকে আইন ও ইতিহাসে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মতে, এই দিনটি শুধু শোক ও স্মরণ করার জন্য নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা এবং সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও।

তিনি বলেন, ‘‘যখন ঘৃণামূলক বক্তব্য, সত্য অস্বীকার ও বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তখন আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকতে হবে। সহিংসতা ছড়িয়ে পড়ার আগে তার পূর্বাভাস শনাক্ত করে তা রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’

গুতেরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও বলেন, স্রেব্রেনিৎসার ভয়াবহ স্মৃতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে নতুন করে উজ্জীবিত করুক, যেন বিশ্বে আর কখনো এমন মানবতাবিরোধী অপরাধ না ঘটে।