পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের বক্তব্যে ইসরায়েলকে সৌদি আরবের কঠোর প্রতিবাদ

- আপডেট সময় ০২:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 0
অধিকৃত পশ্চিম তীরে পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ‘পশ্চিম তীরজুড়ে সার্বভৌমত্ব প্রয়োগের সময় এসেছে’ মন্তব্যটি স্পষ্টতই উসকানিমূলক এবং তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। সৌদি মন্ত্রণালয় এই ধরনের উসকানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনি ভূমিতে নতুন করে যেকোনো বসতি স্থাপন কিংবা সম্প্রসারণের প্রচেষ্টার বিরোধিতা করছে সৌদি আরব। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি তাদের আহ্বান পুনর্ব্যক্ত করে দেশটি।
বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধার এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদি আরবের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তারপর থেকে তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত এই অঞ্চলে বহু ইহুদি বসতি গড়ে তুলেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে অবৈধ।
বিতর্কিত ওই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের ঘোষণা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ফিলিস্তিনি জনগণের অধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়বে।
সৌদি আরব বরাবরই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং শান্তিপূর্ণ আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। বিবৃতিতে এ বিষয়টি পুনর্নির্মিত করে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা।
সূত্র: আরব নিউজ