০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

 

জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে অটল অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের পথে এগোতেই হবে। আর এ লক্ষ্য বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব।

মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা ভাবছেন, রাজপথে নেমে আসা লাখো মানুষ ঘরে ফিরে গিয়েছে, তারা ভুল করছেন। আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ছাত্র-জনতা, তরুণ সমাজ ও শ্রমজীবী মানুষের মধ্যে নতুনভাবে জাগরণ সৃষ্টি করব। সবাইকে আহ্বান জানাচ্ছি, রাজপথে আবারও নেমে আসুন। ইনশাআল্লাহ, জুলাই ঘোষণাপত্র এবং সনদ আদায় করেই ছাড়ব।”

তিনি বলেন, আবু সাঈদ যে কারণে শহীদ হয়েছিলেন, সেই স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশের মানুষকে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দিতে হবে। আবু সাঈদের মতো যোদ্ধারা ফ্যাসিবাদী শক্তির মুখোমুখি হয়ে বুক চিতিয়ে যে লড়াই করেছেন, সেটিই তাদের সাহসের অনন্য উদাহরণ।

নাহিদ ইসলাম আরও বলেন, “যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। এই ত্যাগই আমাদের চলার পথের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

দলীয় নেতাকর্মীরা জানান, আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে সারাদেশে গণসংযোগ, কর্মীসভা ও প্রচারণা জোরদার করা হবে। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্র ও সনদের বিষয়ে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

প্রসঙ্গত, ১ জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ দিনটি উপলক্ষে শহীদদের স্মরণ এবং নতুন রাজনৈতিক আন্দোলনের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি।

নিউজটি শেয়ার করুন

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে অটল অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের পথে এগোতেই হবে। আর এ লক্ষ্য বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব।

মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা ভাবছেন, রাজপথে নেমে আসা লাখো মানুষ ঘরে ফিরে গিয়েছে, তারা ভুল করছেন। আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ছাত্র-জনতা, তরুণ সমাজ ও শ্রমজীবী মানুষের মধ্যে নতুনভাবে জাগরণ সৃষ্টি করব। সবাইকে আহ্বান জানাচ্ছি, রাজপথে আবারও নেমে আসুন। ইনশাআল্লাহ, জুলাই ঘোষণাপত্র এবং সনদ আদায় করেই ছাড়ব।”

তিনি বলেন, আবু সাঈদ যে কারণে শহীদ হয়েছিলেন, সেই স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশের মানুষকে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দিতে হবে। আবু সাঈদের মতো যোদ্ধারা ফ্যাসিবাদী শক্তির মুখোমুখি হয়ে বুক চিতিয়ে যে লড়াই করেছেন, সেটিই তাদের সাহসের অনন্য উদাহরণ।

নাহিদ ইসলাম আরও বলেন, “যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। এই ত্যাগই আমাদের চলার পথের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

দলীয় নেতাকর্মীরা জানান, আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে সারাদেশে গণসংযোগ, কর্মীসভা ও প্রচারণা জোরদার করা হবে। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্র ও সনদের বিষয়ে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

প্রসঙ্গত, ১ জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ দিনটি উপলক্ষে শহীদদের স্মরণ এবং নতুন রাজনৈতিক আন্দোলনের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি।