ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রের পাহাড়ি অঞ্চলে স্নাইপার হামলা, নিহত ২ ফায়ার সার্ভিস কর্মী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 18

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় আগুন নেভাতে গিয়ে স্নাইপার হামলার শিকার হয়ে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস জানিয়েছেন, কোয়র ডি’আলেন শহরের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। তিনি বলেন, “আমরা এখনো সক্রিয় স্নাইপার হামলার মুখে আছি।”

পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দিক থেকে গুলি আসার খবর দিচ্ছেন বলে জানান শেরিফ নরিস। ফলে স্থানীয় প্রশাসন কানফিল্ড মাউন্টেন এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার স্বার্থে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

ঘটনার পরপরই তদন্তে নেমেছে এফবিআই। সংস্থার ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো বলেছেন, “কৌশলগত সহায়তা দিতে আমরা ঘটনাস্থলে আছি।”

আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল এই হামলার ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “এটি আমাদের সাহসী ফায়ার সার্ভিস কর্মীদের ওপর এক ঘৃণ্য ও সরাসরি হামলা।”

একইসাথে গভর্নর সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন, নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করতে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের কাজের সুবিধার্থে ঘটনাস্থল থেকে দূরে থাকতে।

রবিবার এক সংবাদ সম্মেলনে শেরিফ নরিস বলেন, “আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, ওখানে একজন, দুইজন, তিনজন বা চারজন স্নাইপার রয়েছে কি না।”

তিনি আরও যোগ করেন, “আমরা হামলাকারীর সংখ্যা এবং হতাহতের সঠিক সংখ্যা এখনো জানি না।” তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুইজনই ফায়ার সার্ভিসের কর্মী।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে, এবং উদ্ধারকাজ ও তদন্তকাজ একযোগে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন ও ফেডারেল সংস্থা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এবং বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পাহাড়ি অঞ্চলে স্নাইপার হামলা, নিহত ২ ফায়ার সার্ভিস কর্মী

আপডেট সময় ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় আগুন নেভাতে গিয়ে স্নাইপার হামলার শিকার হয়ে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস জানিয়েছেন, কোয়র ডি’আলেন শহরের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। তিনি বলেন, “আমরা এখনো সক্রিয় স্নাইপার হামলার মুখে আছি।”

পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দিক থেকে গুলি আসার খবর দিচ্ছেন বলে জানান শেরিফ নরিস। ফলে স্থানীয় প্রশাসন কানফিল্ড মাউন্টেন এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার স্বার্থে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

ঘটনার পরপরই তদন্তে নেমেছে এফবিআই। সংস্থার ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো বলেছেন, “কৌশলগত সহায়তা দিতে আমরা ঘটনাস্থলে আছি।”

আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল এই হামলার ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “এটি আমাদের সাহসী ফায়ার সার্ভিস কর্মীদের ওপর এক ঘৃণ্য ও সরাসরি হামলা।”

একইসাথে গভর্নর সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন, নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করতে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের কাজের সুবিধার্থে ঘটনাস্থল থেকে দূরে থাকতে।

রবিবার এক সংবাদ সম্মেলনে শেরিফ নরিস বলেন, “আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, ওখানে একজন, দুইজন, তিনজন বা চারজন স্নাইপার রয়েছে কি না।”

তিনি আরও যোগ করেন, “আমরা হামলাকারীর সংখ্যা এবং হতাহতের সঠিক সংখ্যা এখনো জানি না।” তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুইজনই ফায়ার সার্ভিসের কর্মী।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে, এবং উদ্ধারকাজ ও তদন্তকাজ একযোগে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন ও ফেডারেল সংস্থা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এবং বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানানো হয়েছে।