১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জৈন্তাপুর ৭টি ভারতীয় মহিষ আটক করলো পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 51

ছবি সংগৃহীত

 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৭টি বড় আকারের মহিষ আটক করেছে পুলিশ। তবে এই অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮শে জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে পুলিশ।

বিজ্ঞাপন

এদিন রাত ১১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল এলাকায় মহিষমারা হাওড় হতে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় মহিষ আটক করে পুলিশ।

পুলিশ জানায় আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে দশ লক্ষ টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুর ৭টি ভারতীয় মহিষ আটক করলো পুলিশ

আপডেট সময় ০৪:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৭টি বড় আকারের মহিষ আটক করেছে পুলিশ। তবে এই অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮শে জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে পুলিশ।

বিজ্ঞাপন

এদিন রাত ১১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল এলাকায় মহিষমারা হাওড় হতে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় মহিষ আটক করে পুলিশ।

পুলিশ জানায় আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে দশ লক্ষ টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।