০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০

নির্বাচনী আচরণবিধি ভঙ্গে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হচ্ছে: নির্বাচন কমিশনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 171

ছবি সংগৃহীত

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের মতো কঠোর বিধান যুক্ত করে নতুন খসড়া আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের অনুমতি থাকছে না এবং প্রার্থী ও রাজনৈতিক দল উভয়কে হলফনামা দিতে হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, “রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির খসড়া আমরা চূড়ান্ত করেছি। এতে উল্লেখ রয়েছে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, তার প্রার্থিতা বাতিল হতে পারে।”

সানাউল্লাহ আরও জানান, নির্বাচনী প্রচারণার জন্য নির্ধারিত সময় থাকবে তিন সপ্তাহ। এই সময়ের বাইরে প্রচার চালানো যাবে না। তাছাড়া, প্রচারণায় পোস্টার, ব্যানার, দেয়াল লিখন কিংবা এমন কোনো মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। এর পরিবর্তে প্রার্থীরা ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।

নতুন খসড়া আচরণবিধিতে রয়েছে আরও কিছু কঠোর শর্ত। প্রার্থীরা প্রচারে নামার আগে একটি হলফনামা দিতে বাধ্য থাকবেন, যেখানে তার সম্পদ বিবরণ, অপরাধ সংশ্লিষ্টতা ও নৈতিক অঙ্গীকার থাকবে।

এছাড়া, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রার্থী থাকলে, প্রার্থী হওয়ার আগে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে বলেও খসড়ায় উল্লেখ রয়েছে।

নির্বাচনী বিধান লঙ্ঘনের শাস্তির ব্যাপারে সানাউল্লাহ বলেন, “আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।”

তিনি আরও জানান, এই খসড়া আচরণবিধি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রকাশ করা হবে এবং সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে মতামতের জন্য। তাদের সুপারিশ বিবেচনায় নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হবে নতুন আচরণবিধিকে।

নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আধুনিক প্রযুক্তি নির্ভর করতে এ ধরনের বিধান যুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হচ্ছে: নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৫:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের মতো কঠোর বিধান যুক্ত করে নতুন খসড়া আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের অনুমতি থাকছে না এবং প্রার্থী ও রাজনৈতিক দল উভয়কে হলফনামা দিতে হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, “রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির খসড়া আমরা চূড়ান্ত করেছি। এতে উল্লেখ রয়েছে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, তার প্রার্থিতা বাতিল হতে পারে।”

সানাউল্লাহ আরও জানান, নির্বাচনী প্রচারণার জন্য নির্ধারিত সময় থাকবে তিন সপ্তাহ। এই সময়ের বাইরে প্রচার চালানো যাবে না। তাছাড়া, প্রচারণায় পোস্টার, ব্যানার, দেয়াল লিখন কিংবা এমন কোনো মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। এর পরিবর্তে প্রার্থীরা ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।

নতুন খসড়া আচরণবিধিতে রয়েছে আরও কিছু কঠোর শর্ত। প্রার্থীরা প্রচারে নামার আগে একটি হলফনামা দিতে বাধ্য থাকবেন, যেখানে তার সম্পদ বিবরণ, অপরাধ সংশ্লিষ্টতা ও নৈতিক অঙ্গীকার থাকবে।

এছাড়া, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রার্থী থাকলে, প্রার্থী হওয়ার আগে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে বলেও খসড়ায় উল্লেখ রয়েছে।

নির্বাচনী বিধান লঙ্ঘনের শাস্তির ব্যাপারে সানাউল্লাহ বলেন, “আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।”

তিনি আরও জানান, এই খসড়া আচরণবিধি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রকাশ করা হবে এবং সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে মতামতের জন্য। তাদের সুপারিশ বিবেচনায় নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হবে নতুন আচরণবিধিকে।

নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আধুনিক প্রযুক্তি নির্ভর করতে এ ধরনের বিধান যুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার।