ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই মাসের মধ্যে ‘জাতীয় সনদ’ তৈরি করতে পারবো: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 20

ছবি সংগৃহীত

 

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেছেন যে, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করা সম্ভব হবে। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো। রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা ও অংশগ্রহণ আমরা পাচ্ছি, সেটি আমাদের অনুপ্রাণিত করছে।”

আলী রীয়াজ জানান, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও জাতীয় স্বার্থে কিছু বিষয়ে ছাড় দিয়ে হলেও একটি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। “আমরা চেষ্টা করছি যাতে সবগুলো বিষয়ে একমত না হলেও, সমষ্টিগতভাবে কিছু মূল বিষয়ে সমঝোতায় আসা যায়। এটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে, অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।”

বিএনপি-ইসলামী আন্দোলনসহ অনেক দল অংশ নিলেও অনুপস্থিত জামায়াত
আজকের আলোচনায় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আজকের সংলাপে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তার মধ্যে রয়েছে: সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ: স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সম্ভাবনা।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১৭, ১৮ এবং ১৯ জুন এই তিন দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই মাসের মধ্যে ‘জাতীয় সনদ’ তৈরি করতে পারবো: আলী রীয়াজ

আপডেট সময় ০২:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেছেন যে, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করা সম্ভব হবে। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো। রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা ও অংশগ্রহণ আমরা পাচ্ছি, সেটি আমাদের অনুপ্রাণিত করছে।”

আলী রীয়াজ জানান, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও জাতীয় স্বার্থে কিছু বিষয়ে ছাড় দিয়ে হলেও একটি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। “আমরা চেষ্টা করছি যাতে সবগুলো বিষয়ে একমত না হলেও, সমষ্টিগতভাবে কিছু মূল বিষয়ে সমঝোতায় আসা যায়। এটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে, অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।”

বিএনপি-ইসলামী আন্দোলনসহ অনেক দল অংশ নিলেও অনুপস্থিত জামায়াত
আজকের আলোচনায় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আজকের সংলাপে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তার মধ্যে রয়েছে: সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ: স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সম্ভাবনা।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১৭, ১৮ এবং ১৯ জুন এই তিন দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা অনুষ্ঠিত হবে।