চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হচ্ছে কাল
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না লিটন, দলে ইমনের অন্তর্ভুক্তি!
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে চলছে জোর গুঞ্জন। ইতোমধ্যেই তামিম ইকবালের অবসর এবং সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা নিশ্চিত করেছে তাদের না থাকার খবর। এবার বাদ পড়ার তালিকায় যোগ হতে যাচ্ছেন আরও এক পরিচিত নাম—উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হচ্ছে না ফর্মহীন লিটনের। নির্বাচকদের আস্থার জায়গা হারানো এই ব্যাটারকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বড় মঞ্চে এবার নিজের জায়গা পাকা করার সুযোগ থাকছে তার।
সবকিছু ঠিক থাকলে রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে দলগুলোর।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।