ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ শিক্ষার্থী আহত এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের দুই মাস আগে তফসিল দেওয়া হবে : সিইসি নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল তুরস্কের মালিকানার প্রমাণে মুক্তি পেল ‘সি ওয়ার্ল্ড’ জাহাজ রাশিয়ার অভিযোগ: যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনে বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতা বাড়ছে আমেরিকার এফ-৩৫ যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেন। গত পাঁচ বছরে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন গড়ে ১০ প্রবীণ আত্মহত্যা করেছেন গাজায় মানবিক বিপর্যয়: হামলায় ৮৩ নিহত, দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করলো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ভোররাতে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৪ জুন) ভোরবেলা দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ।

দিনাজপুর ব্যাটালিয়নের বিজিবি সূত্র জানায়, ভোররাতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের উপস্থিতি টের পায় তারা। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ওই ২৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিএসএফ তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি সূত্র আরও জানায়, আটকদের বিষয়ে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও মানবিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফ বারবার এ ধরনের পুশইনের মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে বলেও অভিযোগ উঠেছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুশইনের মতো ঘটনা প্রতিহত করতে সীমান্তে টহল জোরদার করা হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

ঘটনার তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করলো বিএসএফ

আপডেট সময় ০১:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ভোররাতে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৪ জুন) ভোরবেলা দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ।

দিনাজপুর ব্যাটালিয়নের বিজিবি সূত্র জানায়, ভোররাতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের উপস্থিতি টের পায় তারা। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ওই ২৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিএসএফ তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি সূত্র আরও জানায়, আটকদের বিষয়ে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও মানবিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফ বারবার এ ধরনের পুশইনের মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে বলেও অভিযোগ উঠেছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুশইনের মতো ঘটনা প্রতিহত করতে সীমান্তে টহল জোরদার করা হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

ঘটনার তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।