ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের আইন পাস করলো ইরান ময়মনসিংহে বাড়ি থেকে একই পরিবারের মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার পুতিন দিনের বেলায় সুন্দর কথা বলেন, রাতে সবাইকে বোমা মারেন: ট্রাম্প রাজধানীতে বাথরুমে ঝর্ণার সাথে ওড়না পেঁচানো গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি ইংল্যান্ডের বিমানবন্দরে ছোট বিমান বিধ্বস্ত, ফ্লাইট চলাচল বন্ধ বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ২ জনসহ ৩ নারী নিহত ইতিহাস গড়লো বিটকয়েন, প্রথমবারের মতো মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল

কমলাপুরে ঈদ ফেরত যাত্রীদের স্বস্তি, চাপ বাড়তে পারে শুক্রবারে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 12

 

ঈদুল আজহার ছুটি এখনও শেষ হয়নি, তবে আগেভাগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদ ফেরত ট্রেনযাত্রায় এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে স্বাভাবিক চিত্র, ট্রেন চলছে সময়মতো, যাত্রীরাও ফিরে পাচ্ছেন স্বস্তি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে ঢাকায় এসে পৌঁছেছে। যাত্রীরা ট্রেনের সময়নিষ্ঠতা ও সেবার মানে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল দিবা বলেন, “ফিরতি পথে কোনো ঝামেলা হয়নি। আগের চেয়ে ট্রেনের সার্ভিস ভালো লেগেছে।”

একই অভিজ্ঞতা জানালেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা জুনাইদ আল হাবীব, “বউ-বাচ্চা নিয়ে আগেই ফিরে এলাম। ভেবেছিলাম শুক্রবার ফিরব, কিন্তু তখন টিকিট পাওয়া যায় না।”

তবে কেউ কেউ ছুটির স্বল্পতা নিয়ে আক্ষেপ করেছেন। কামাল উদ্দিন নামে একজন যাত্রী বলেন, “মন ভরে ঈদ করতে পারলাম না। এত অল্প ছুটি! মা-বাবার সঙ্গে একটু কাটিয়ে আসতেই আবার ফিরে আসতে হলো।”

যদিও বেশিরভাগ যাত্রী ঢাকায় ফিরছেন, তবুও কেউ কেউ ঈদের দিনগুলোতে কাজ করায় এখন ছুটি পেয়েছেন। রায়হান শুভ বলেন, “ঈদের সময় কাজ ছিল, আজ যাচ্ছি মায়ের কাছে। মা অপেক্ষা করছেন, মাংস রেখে দিয়েছেন একসঙ্গে খাব।”

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, “সকাল থেকে সব ট্রেন সময়মতো এসেছে। যাত্রীদের কোনো ভোগান্তি হয়নি। তবে শুক্রবার ও শনিবার যাত্রীদের চাপ অনেক বেড়ে যেতে পারে।”

এই চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ৫ জোড়া (১০টি) ঈদ স্পেশাল ট্রেন। এগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঈদের আগে ও পরে চলাচল করছে।

ট্রেন নাম রুট ঈদের পর চলবে সময়সূচি
চাঁদপুর ঈদ স্পেশাল-১/২ চট্টগ্রাম ↔ চাঁদপুর ৯-১৪ জুন বিকেল ৩:২০ ↔ রাত ৮:১৫, রাত ৩:৩০ ↔ সকাল ৮:১০

তিস্তা ঈদ স্পেশাল-৩/৪ ঢাকা ↔ দেওয়ানগঞ্জ ৯-১৪ জুন সকাল ৯:৩০ ↔ দুপুর ৩:৩০, বিকেল ৪:৩০ ↔ রাত ১০:১৫

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯/১০ জয়দেবপুর ↔ পার্বতীপুর ৯-১৪ জুন সকাল ৮:১৫ ↔ দুপুর ২:৫০, রাত ১০:২০ ↔ ভোর ৫:৪৫

রেলওয়ের নির্দেশনায় যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক হলেও বাস্তবে অধিকাংশ যাত্রী তা মানছেন না। তীব্র গরমে শিশু ও নারী যাত্রীদের কিছুটা কষ্ট করতে দেখা গেছে।

এবারের ঈদ ফেরত ট্রেনযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক। তবে শুক্রবার ও শনিবার যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের আগাম ব্যবস্থা ও ট্রেনের সময়ানুবর্তিতা যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

কমলাপুরে ঈদ ফেরত যাত্রীদের স্বস্তি, চাপ বাড়তে পারে শুক্রবারে

আপডেট সময় ০১:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

ঈদুল আজহার ছুটি এখনও শেষ হয়নি, তবে আগেভাগেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদ ফেরত ট্রেনযাত্রায় এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে স্বাভাবিক চিত্র, ট্রেন চলছে সময়মতো, যাত্রীরাও ফিরে পাচ্ছেন স্বস্তি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে ঢাকায় এসে পৌঁছেছে। যাত্রীরা ট্রেনের সময়নিষ্ঠতা ও সেবার মানে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল দিবা বলেন, “ফিরতি পথে কোনো ঝামেলা হয়নি। আগের চেয়ে ট্রেনের সার্ভিস ভালো লেগেছে।”

একই অভিজ্ঞতা জানালেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা জুনাইদ আল হাবীব, “বউ-বাচ্চা নিয়ে আগেই ফিরে এলাম। ভেবেছিলাম শুক্রবার ফিরব, কিন্তু তখন টিকিট পাওয়া যায় না।”

তবে কেউ কেউ ছুটির স্বল্পতা নিয়ে আক্ষেপ করেছেন। কামাল উদ্দিন নামে একজন যাত্রী বলেন, “মন ভরে ঈদ করতে পারলাম না। এত অল্প ছুটি! মা-বাবার সঙ্গে একটু কাটিয়ে আসতেই আবার ফিরে আসতে হলো।”

যদিও বেশিরভাগ যাত্রী ঢাকায় ফিরছেন, তবুও কেউ কেউ ঈদের দিনগুলোতে কাজ করায় এখন ছুটি পেয়েছেন। রায়হান শুভ বলেন, “ঈদের সময় কাজ ছিল, আজ যাচ্ছি মায়ের কাছে। মা অপেক্ষা করছেন, মাংস রেখে দিয়েছেন একসঙ্গে খাব।”

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, “সকাল থেকে সব ট্রেন সময়মতো এসেছে। যাত্রীদের কোনো ভোগান্তি হয়নি। তবে শুক্রবার ও শনিবার যাত্রীদের চাপ অনেক বেড়ে যেতে পারে।”

এই চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ৫ জোড়া (১০টি) ঈদ স্পেশাল ট্রেন। এগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঈদের আগে ও পরে চলাচল করছে।

ট্রেন নাম রুট ঈদের পর চলবে সময়সূচি
চাঁদপুর ঈদ স্পেশাল-১/২ চট্টগ্রাম ↔ চাঁদপুর ৯-১৪ জুন বিকেল ৩:২০ ↔ রাত ৮:১৫, রাত ৩:৩০ ↔ সকাল ৮:১০

তিস্তা ঈদ স্পেশাল-৩/৪ ঢাকা ↔ দেওয়ানগঞ্জ ৯-১৪ জুন সকাল ৯:৩০ ↔ দুপুর ৩:৩০, বিকেল ৪:৩০ ↔ রাত ১০:১৫

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯/১০ জয়দেবপুর ↔ পার্বতীপুর ৯-১৪ জুন সকাল ৮:১৫ ↔ দুপুর ২:৫০, রাত ১০:২০ ↔ ভোর ৫:৪৫

রেলওয়ের নির্দেশনায় যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক হলেও বাস্তবে অধিকাংশ যাত্রী তা মানছেন না। তীব্র গরমে শিশু ও নারী যাত্রীদের কিছুটা কষ্ট করতে দেখা গেছে।

এবারের ঈদ ফেরত ট্রেনযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক। তবে শুক্রবার ও শনিবার যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের আগাম ব্যবস্থা ও ট্রেনের সময়ানুবর্তিতা যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।