ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের পাশে যুক্তরাজ্য: ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে এক বৈঠকে এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী ও বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস।

গতকাল বুধবার লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন জনাথন রেনল্ডস। বৈঠকে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

জনাথন রেনল্ডস জানান, যুক্তরাজ্য বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা এবং বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছে। একইসঙ্গে তিনি পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় জোর দিয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রস্তাব দেন। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে জাপানসহ একাধিক দেশের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা শুরু করেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

এই বৈঠক দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের পাশে যুক্তরাজ্য: ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে এক বৈঠকে এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী ও বোর্ড অব ট্রেডের সভাপতি জনাথন রেনল্ডস।

গতকাল বুধবার লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন জনাথন রেনল্ডস। বৈঠকে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

জনাথন রেনল্ডস জানান, যুক্তরাজ্য বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা এবং বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছে। একইসঙ্গে তিনি পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় জোর দিয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রস্তাব দেন। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে জাপানসহ একাধিক দেশের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা শুরু করেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

এই বৈঠক দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।