১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

অস্ট্রিয়ার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 107

ছবি সংগৃহীত

 

অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো নিশ্চিতভাবে নিহতের সংখ্যা জানায়নি। খবর বিবিসি।

সরকারি সম্প্রচারমাধ্যম ‘ওআরএফ’ জানিয়েছে, গ্রাৎস শহরের ড্রেয়ারশুটসেনগাস এলাকায় অবস্থিত ফেডারেল আপার সেকেন্ডারি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী ছিলেন ওই স্কুলেরই একজন ব্যক্তি। হামলার পর তিনি স্কুলের টয়লেটে গিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেন।

গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা কার্যক্রম চলছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। আকাশপথে হেলিকপ্টার এবং স্থলপথে সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পুলিশ জনগণকে সতর্ক করে জানায়, “জরুরি নিরাপত্তা অভিযান চলছে। এলাকাবাসীকে অনুরোধ করা হচ্ছে যেন তারা পুলিশি নির্দেশনা মেনে চলেন।”

ঘটনার পর গোটা গ্রাৎস শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হওয়ায় এর প্রভাব দেশজুড়ে গভীরভাবে অনুভূত হচ্ছে।

এখনো হামলাকারীর নাম, বয়স বা হামলার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো হামলার পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের প্রতি শোক জানানো হয়েছে এবং আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, অস্ট্রিয়ায় স্কুলে এমন সশস্ত্র হামলার ঘটনা বিরল হলেও, এ ঘটনাটি গোটা ইউর।

 

নিউজটি শেয়ার করুন

অস্ট্রিয়ার স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা

আপডেট সময় ০৫:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো নিশ্চিতভাবে নিহতের সংখ্যা জানায়নি। খবর বিবিসি।

সরকারি সম্প্রচারমাধ্যম ‘ওআরএফ’ জানিয়েছে, গ্রাৎস শহরের ড্রেয়ারশুটসেনগাস এলাকায় অবস্থিত ফেডারেল আপার সেকেন্ডারি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী ছিলেন ওই স্কুলেরই একজন ব্যক্তি। হামলার পর তিনি স্কুলের টয়লেটে গিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেন।

গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা কার্যক্রম চলছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। আকাশপথে হেলিকপ্টার এবং স্থলপথে সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পুলিশ জনগণকে সতর্ক করে জানায়, “জরুরি নিরাপত্তা অভিযান চলছে। এলাকাবাসীকে অনুরোধ করা হচ্ছে যেন তারা পুলিশি নির্দেশনা মেনে চলেন।”

ঘটনার পর গোটা গ্রাৎস শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর হওয়ায় এর প্রভাব দেশজুড়ে গভীরভাবে অনুভূত হচ্ছে।

এখনো হামলাকারীর নাম, বয়স বা হামলার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো হামলার পেছনের কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের প্রতি শোক জানানো হয়েছে এবং আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, অস্ট্রিয়ায় স্কুলে এমন সশস্ত্র হামলার ঘটনা বিরল হলেও, এ ঘটনাটি গোটা ইউর।