ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 60

ছবি: সংগৃহীত

 

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরেছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা। কয়েকজনের কাটা স্থানে ২ থেকে ৩টি সেলাই দিতে হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, “আহতরা সবাই মৌসুমি কসাই। পশু কাটার কাজে তারা অভ্যস্ত নন। এ কারণে অসাবধানতায় নিজেরাই নিজেদের আঘাত করেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর থেকেই পশু কোরবানির সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে আসতে থাকেন। তবে এদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়েনি।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মতে, কোরবানির সময় অভিজ্ঞ কসাইয়ের অভাব এবং পর্যাপ্ত সাবধানতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সচেতনতা বাড়ালে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

 

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরেছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা। কয়েকজনের কাটা স্থানে ২ থেকে ৩টি সেলাই দিতে হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, “আহতরা সবাই মৌসুমি কসাই। পশু কাটার কাজে তারা অভ্যস্ত নন। এ কারণে অসাবধানতায় নিজেরাই নিজেদের আঘাত করেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর থেকেই পশু কোরবানির সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে আসতে থাকেন। তবে এদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়েনি।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মতে, কোরবানির সময় অভিজ্ঞ কসাইয়ের অভাব এবং পর্যাপ্ত সাবধানতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সচেতনতা বাড়ালে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।