০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 195

ছবি: সংগৃহীত

 

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরেছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা। কয়েকজনের কাটা স্থানে ২ থেকে ৩টি সেলাই দিতে হয়েছে।

বিজ্ঞাপন

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, “আহতরা সবাই মৌসুমি কসাই। পশু কাটার কাজে তারা অভ্যস্ত নন। এ কারণে অসাবধানতায় নিজেরাই নিজেদের আঘাত করেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর থেকেই পশু কোরবানির সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে আসতে থাকেন। তবে এদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়েনি।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মতে, কোরবানির সময় অভিজ্ঞ কসাইয়ের অভাব এবং পর্যাপ্ত সাবধানতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সচেতনতা বাড়ালে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

 

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরেছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা। কয়েকজনের কাটা স্থানে ২ থেকে ৩টি সেলাই দিতে হয়েছে।

বিজ্ঞাপন

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, “আহতরা সবাই মৌসুমি কসাই। পশু কাটার কাজে তারা অভ্যস্ত নন। এ কারণে অসাবধানতায় নিজেরাই নিজেদের আঘাত করেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর থেকেই পশু কোরবানির সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে আসতে থাকেন। তবে এদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়েনি।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মতে, কোরবানির সময় অভিজ্ঞ কসাইয়ের অভাব এবং পর্যাপ্ত সাবধানতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সচেতনতা বাড়ালে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।