০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

হাইকোর্ট থেকে বাদ পড়লো ফারুক আহমেদের রিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 81

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত।

সোমবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিসিবির আইনজীবী জানান, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে দুটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কেও লিখিতভাবে জানানো হয়েছে। তার ভাষ্য, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে সরানো হয়েছে।

এর আগে গত ১ জুন ফারুক আহমেদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন, যেখানে তার অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ করা হয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের পক্ষে এই রিট দায়ের করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, গত ২৯ মে থেকে ফারুক আহমেদকে বিসিবির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত বাসভবনে ডেকে ফারুক আহমেদকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন বলে জানা যায়। যদিও ফারুক দাবি করেন, তাকে কোন সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এরপর দিনগত রাতে বিপিএল সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং নয়জন পরিচালকের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় এনএসসি ফারুকের মনোনয়ন বাতিল করে।

ফলে ৩০ মে বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আরেক সাবেক অধিনায়ক ও দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। বোর্ড পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্তে দেশের ক্রিকেট বোর্ডের ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এদিকে হাইকোর্ট কর্তৃক রিট খারিজ হওয়ায় বিসিবির বর্তমান নেতৃত্বে আমিনুল ইসলাম বুলবুলের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন ক্রীড়ামহলের বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

হাইকোর্ট থেকে বাদ পড়লো ফারুক আহমেদের রিট

আপডেট সময় ০১:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত।

সোমবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিসিবির আইনজীবী জানান, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে দুটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কেও লিখিতভাবে জানানো হয়েছে। তার ভাষ্য, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে সরানো হয়েছে।

এর আগে গত ১ জুন ফারুক আহমেদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন, যেখানে তার অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ করা হয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের পক্ষে এই রিট দায়ের করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, গত ২৯ মে থেকে ফারুক আহমেদকে বিসিবির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেদিনই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত বাসভবনে ডেকে ফারুক আহমেদকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন বলে জানা যায়। যদিও ফারুক দাবি করেন, তাকে কোন সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এরপর দিনগত রাতে বিপিএল সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং নয়জন পরিচালকের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় এনএসসি ফারুকের মনোনয়ন বাতিল করে।

ফলে ৩০ মে বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আরেক সাবেক অধিনায়ক ও দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। বোর্ড পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্তে দেশের ক্রিকেট বোর্ডের ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এদিকে হাইকোর্ট কর্তৃক রিট খারিজ হওয়ায় বিসিবির বর্তমান নেতৃত্বে আমিনুল ইসলাম বুলবুলের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন ক্রীড়ামহলের বিশ্লেষকরা।