০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, পদত্যাগের পথে ফারুক আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 207

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে বড় পরিবর্তন। সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দু-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। আপাতত অক্টোবরের নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আইসিসির এই কর্মকর্তা।

এদিকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান সভাপতি ফারুক আহমেদের জন্য। দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই আস্থা হারিয়েছেন তিনি। নানা বিতর্ক ও সমালোচনার মুখে ক্রীড়া মন্ত্রণালয়ও বিরক্ত। বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে এক বৈঠকে ফারুক আহমেদকে তলব করা হয়। সেখানেই তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। জানিয়ে দেন, তাকে আর বোর্ডে দেখতে চায় না মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন ফারুক আহমেদ। বিপিএলের রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট জটিলতা, ম্যাচ ফিক্সিং ইস্যু, বোর্ডের অর্থ স্থানান্তর, জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স ও অন্য পরিচালকদের সঙ্গে দুর্ব্যবহার—সবমিলিয়ে তার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। অথচ মাত্র গত আগস্টে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে বোর্ড পরিচালক করা হয়েছিল।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে সরে দাঁড়াতে হচ্ছে ফারুক আহমেদকে। ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে বিকল্প হিসেবে প্রস্তুত রেখেছে আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন। এরপরই খুলে যাবে বিসিবি সভাপতির পথে তার যাত্রা।

তবে দীর্ঘ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন না বুলবুল। বর্তমানে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। জুনে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও আইসিসি চাইছে আরও এক বছর চুক্তি নবায়ন করতে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবকের ভূমিকা পালন করবেন আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, পদত্যাগের পথে ফারুক আহমেদ

আপডেট সময় ০৩:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে বড় পরিবর্তন। সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দু-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। আপাতত অক্টোবরের নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আইসিসির এই কর্মকর্তা।

এদিকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান সভাপতি ফারুক আহমেদের জন্য। দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই আস্থা হারিয়েছেন তিনি। নানা বিতর্ক ও সমালোচনার মুখে ক্রীড়া মন্ত্রণালয়ও বিরক্ত। বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে এক বৈঠকে ফারুক আহমেদকে তলব করা হয়। সেখানেই তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। জানিয়ে দেন, তাকে আর বোর্ডে দেখতে চায় না মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন ফারুক আহমেদ। বিপিএলের রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট জটিলতা, ম্যাচ ফিক্সিং ইস্যু, বোর্ডের অর্থ স্থানান্তর, জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স ও অন্য পরিচালকদের সঙ্গে দুর্ব্যবহার—সবমিলিয়ে তার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। অথচ মাত্র গত আগস্টে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে বোর্ড পরিচালক করা হয়েছিল।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে সরে দাঁড়াতে হচ্ছে ফারুক আহমেদকে। ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে বিকল্প হিসেবে প্রস্তুত রেখেছে আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন। এরপরই খুলে যাবে বিসিবি সভাপতির পথে তার যাত্রা।

তবে দীর্ঘ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন না বুলবুল। বর্তমানে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। জুনে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও আইসিসি চাইছে আরও এক বছর চুক্তি নবায়ন করতে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবকের ভূমিকা পালন করবেন আমিনুল ইসলাম।