০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
শোকের ছায়া জাকসুতে সহকারী অধ্যাপকের মৃ-ত্যু প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা গ্রাফটিং টমেটো চাষে নতুন সম্ভাবনা, বাহুবলে কৃষকদের সফলতা বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট ইউরোপীয় ইউনিয়ন ১৫০ বিলিয়ন SAFE প্রতিরক্ষা কর্মসূচিতে তুরস্ক-দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানালো ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভোট বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, পদত্যাগের পথে ফারুক আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 116

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে বড় পরিবর্তন। সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দু-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। আপাতত অক্টোবরের নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আইসিসির এই কর্মকর্তা।

এদিকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান সভাপতি ফারুক আহমেদের জন্য। দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই আস্থা হারিয়েছেন তিনি। নানা বিতর্ক ও সমালোচনার মুখে ক্রীড়া মন্ত্রণালয়ও বিরক্ত। বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে এক বৈঠকে ফারুক আহমেদকে তলব করা হয়। সেখানেই তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। জানিয়ে দেন, তাকে আর বোর্ডে দেখতে চায় না মন্ত্রণালয়।

দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন ফারুক আহমেদ। বিপিএলের রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট জটিলতা, ম্যাচ ফিক্সিং ইস্যু, বোর্ডের অর্থ স্থানান্তর, জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স ও অন্য পরিচালকদের সঙ্গে দুর্ব্যবহার—সবমিলিয়ে তার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। অথচ মাত্র গত আগস্টে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে বোর্ড পরিচালক করা হয়েছিল।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে সরে দাঁড়াতে হচ্ছে ফারুক আহমেদকে। ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে বিকল্প হিসেবে প্রস্তুত রেখেছে আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন। এরপরই খুলে যাবে বিসিবি সভাপতির পথে তার যাত্রা।

তবে দীর্ঘ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন না বুলবুল। বর্তমানে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। জুনে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও আইসিসি চাইছে আরও এক বছর চুক্তি নবায়ন করতে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবকের ভূমিকা পালন করবেন আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, পদত্যাগের পথে ফারুক আহমেদ

আপডেট সময় ০৩:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে বড় পরিবর্তন। সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দু-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। আপাতত অক্টোবরের নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আইসিসির এই কর্মকর্তা।

এদিকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান সভাপতি ফারুক আহমেদের জন্য। দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই আস্থা হারিয়েছেন তিনি। নানা বিতর্ক ও সমালোচনার মুখে ক্রীড়া মন্ত্রণালয়ও বিরক্ত। বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে এক বৈঠকে ফারুক আহমেদকে তলব করা হয়। সেখানেই তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। জানিয়ে দেন, তাকে আর বোর্ডে দেখতে চায় না মন্ত্রণালয়।

দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন ফারুক আহমেদ। বিপিএলের রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট জটিলতা, ম্যাচ ফিক্সিং ইস্যু, বোর্ডের অর্থ স্থানান্তর, জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স ও অন্য পরিচালকদের সঙ্গে দুর্ব্যবহার—সবমিলিয়ে তার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। অথচ মাত্র গত আগস্টে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে বোর্ড পরিচালক করা হয়েছিল।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে সরে দাঁড়াতে হচ্ছে ফারুক আহমেদকে। ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে বিকল্প হিসেবে প্রস্তুত রেখেছে আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন। এরপরই খুলে যাবে বিসিবি সভাপতির পথে তার যাত্রা।

তবে দীর্ঘ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন না বুলবুল। বর্তমানে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। জুনে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেও আইসিসি চাইছে আরও এক বছর চুক্তি নবায়ন করতে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবকের ভূমিকা পালন করবেন আমিনুল ইসলাম।