০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

ভেনেজুয়েলায় নির্বাচনে বিপুল জয় মাদুরো জোটের, বিরোধীদের বর্জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 46

ছবি সংগৃহীত

 

ভেনেজুয়েলায় বিরোধীদের বর্জন করা সাম্প্রতিক সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। খবর এএফপি ও আল জাজিরার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদের আসনের জন্য রবিবার অনুষ্ঠিত ভোটে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (ইউএসপিভি) ও তার সহযোগী জোট জিপিপি (গ্রেটার প্যাট্রিয়টিক পোল) পেয়েছে ৮২.৬৮ শতাংশ ভোট। এ জয় তাদের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। পাশাপাশি ২৪টি রাজ্যের মধ্যে ২৩টিতেই গভর্নর পদে জয় পেয়েছে তারা।

বিজ্ঞাপন

এই নির্বাচনের মাধ্যমে ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদের জন্য ২৪ জন রাজ্য গভর্নর, ২৮৫ জন জাতীয় পরিষদ সদস্য এবং ২৬০ জন আঞ্চলিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশের ২১ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা নির্বাচনে অংশ না নিয়ে বর্জনের ঘোষণা দিয়েছিল। বিরোধী শিবিরের দাবি, গত ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত জয় তাদেরই হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন প্রশাসনের হস্তক্ষেপে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

তাদের ভাষ্যমতে, এই সংসদীয় ও আঞ্চলিক নির্বাচন ছিল ‘প্রহসনমূলক’, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলন করে না। সেই কারণেই তারা জনগণকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদের অংশগ্রহণ না থাকায় নির্বাচন ছিল একতরফা, যার ফলে মাদুরোর জোট সহজেই ভোটারদের মন জয় করতে পেরেছে। তবে এই নির্বাচন ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক।

এদিকে আন্তর্জাতিক মহলের একাংশ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিলেও মাদুরো সরকারের দাবি, জনগণের রায়েই তাদের জয় এসেছে।

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলায় নির্বাচনে বিপুল জয় মাদুরো জোটের, বিরোধীদের বর্জন

আপডেট সময় ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

ভেনেজুয়েলায় বিরোধীদের বর্জন করা সাম্প্রতিক সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। খবর এএফপি ও আল জাজিরার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদের আসনের জন্য রবিবার অনুষ্ঠিত ভোটে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (ইউএসপিভি) ও তার সহযোগী জোট জিপিপি (গ্রেটার প্যাট্রিয়টিক পোল) পেয়েছে ৮২.৬৮ শতাংশ ভোট। এ জয় তাদের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। পাশাপাশি ২৪টি রাজ্যের মধ্যে ২৩টিতেই গভর্নর পদে জয় পেয়েছে তারা।

বিজ্ঞাপন

এই নির্বাচনের মাধ্যমে ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদের জন্য ২৪ জন রাজ্য গভর্নর, ২৮৫ জন জাতীয় পরিষদ সদস্য এবং ২৬০ জন আঞ্চলিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশের ২১ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা নির্বাচনে অংশ না নিয়ে বর্জনের ঘোষণা দিয়েছিল। বিরোধী শিবিরের দাবি, গত ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত জয় তাদেরই হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন প্রশাসনের হস্তক্ষেপে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

তাদের ভাষ্যমতে, এই সংসদীয় ও আঞ্চলিক নির্বাচন ছিল ‘প্রহসনমূলক’, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলন করে না। সেই কারণেই তারা জনগণকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদের অংশগ্রহণ না থাকায় নির্বাচন ছিল একতরফা, যার ফলে মাদুরোর জোট সহজেই ভোটারদের মন জয় করতে পেরেছে। তবে এই নির্বাচন ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক।

এদিকে আন্তর্জাতিক মহলের একাংশ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিলেও মাদুরো সরকারের দাবি, জনগণের রায়েই তাদের জয় এসেছে।