ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

ভেনেজুয়েলায় নির্বাচনে বিপুল জয় মাদুরো জোটের, বিরোধীদের বর্জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 16

ছবি সংগৃহীত

 

ভেনেজুয়েলায় বিরোধীদের বর্জন করা সাম্প্রতিক সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। খবর এএফপি ও আল জাজিরার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদের আসনের জন্য রবিবার অনুষ্ঠিত ভোটে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (ইউএসপিভি) ও তার সহযোগী জোট জিপিপি (গ্রেটার প্যাট্রিয়টিক পোল) পেয়েছে ৮২.৬৮ শতাংশ ভোট। এ জয় তাদের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। পাশাপাশি ২৪টি রাজ্যের মধ্যে ২৩টিতেই গভর্নর পদে জয় পেয়েছে তারা।

এই নির্বাচনের মাধ্যমে ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদের জন্য ২৪ জন রাজ্য গভর্নর, ২৮৫ জন জাতীয় পরিষদ সদস্য এবং ২৬০ জন আঞ্চলিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশের ২১ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা নির্বাচনে অংশ না নিয়ে বর্জনের ঘোষণা দিয়েছিল। বিরোধী শিবিরের দাবি, গত ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত জয় তাদেরই হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন প্রশাসনের হস্তক্ষেপে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

তাদের ভাষ্যমতে, এই সংসদীয় ও আঞ্চলিক নির্বাচন ছিল ‘প্রহসনমূলক’, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলন করে না। সেই কারণেই তারা জনগণকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদের অংশগ্রহণ না থাকায় নির্বাচন ছিল একতরফা, যার ফলে মাদুরোর জোট সহজেই ভোটারদের মন জয় করতে পেরেছে। তবে এই নির্বাচন ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক।

এদিকে আন্তর্জাতিক মহলের একাংশ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিলেও মাদুরো সরকারের দাবি, জনগণের রায়েই তাদের জয় এসেছে।

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলায় নির্বাচনে বিপুল জয় মাদুরো জোটের, বিরোধীদের বর্জন

আপডেট সময় ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

ভেনেজুয়েলায় বিরোধীদের বর্জন করা সাম্প্রতিক সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। খবর এএফপি ও আল জাজিরার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদের আসনের জন্য রবিবার অনুষ্ঠিত ভোটে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (ইউএসপিভি) ও তার সহযোগী জোট জিপিপি (গ্রেটার প্যাট্রিয়টিক পোল) পেয়েছে ৮২.৬৮ শতাংশ ভোট। এ জয় তাদের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। পাশাপাশি ২৪টি রাজ্যের মধ্যে ২৩টিতেই গভর্নর পদে জয় পেয়েছে তারা।

এই নির্বাচনের মাধ্যমে ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদের জন্য ২৪ জন রাজ্য গভর্নর, ২৮৫ জন জাতীয় পরিষদ সদস্য এবং ২৬০ জন আঞ্চলিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশের ২১ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা নির্বাচনে অংশ না নিয়ে বর্জনের ঘোষণা দিয়েছিল। বিরোধী শিবিরের দাবি, গত ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত জয় তাদেরই হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন প্রশাসনের হস্তক্ষেপে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

তাদের ভাষ্যমতে, এই সংসদীয় ও আঞ্চলিক নির্বাচন ছিল ‘প্রহসনমূলক’, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলন করে না। সেই কারণেই তারা জনগণকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদের অংশগ্রহণ না থাকায় নির্বাচন ছিল একতরফা, যার ফলে মাদুরোর জোট সহজেই ভোটারদের মন জয় করতে পেরেছে। তবে এই নির্বাচন ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক।

এদিকে আন্তর্জাতিক মহলের একাংশ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিলেও মাদুরো সরকারের দাবি, জনগণের রায়েই তাদের জয় এসেছে।