ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বার বার ভাঙনে অস্থিত্ব সংকটে অনেক রাজনৈতিক দল ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার অস্ত্রবিরতির আলোচনা ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় একদিনেই ৭১ জনের প্রাণহানি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ঈদযাত্রা ২০২৫: শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 84

ছবি সংগৃহীত

 

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ধরে নিয়ে আজ শনিবার (২৫ মে) থেকে ৬ জুনের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট।

এবারের ঈদ যাত্রায় পাঁচটি গুরুত্বপূর্ণ রুটে চলবে মোট ১০টি স্পেশাল ট্রেন। এগুলোর মধ্যে কিছু ট্রেন চলবে ৪ থেকে ৬ জুন পর্যন্ত এবং ঈদের পর ৯ থেকে ১৪ জুন পর্যন্ত। ঈদের দিনও নির্দিষ্ট কিছু ট্রেন যাত্রা করবে যাত্রী সেবার জন্য।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ঈদে সারাদেশে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে, যার আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। যাত্রীচাহিদা বিবেচনায় প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটও রাখা হয়েছে, যা স্টেশনের নির্ধারিত কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

ঈদের আগাম টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে; ২ জুনের টিকিট ২৩ মে; ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি হয়েছে। ৪ জুনের টিকিট বিক্রি হয় আজ ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৬ মে এবং আজ বিক্রি হচ্ছে ৬ জুনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সময়মতো টিকিট সংগ্রহ এবং অনলাইনের মাধ্যমে নির্ধারিত তারিখে টিকিট বুকিংয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রযুক্তি ব্যবহারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, যেন দালালের মাধ্যমে প্রতারিত না হন কেউ।

এই উদ্যোগের ফলে যাত্রীরা ঘরে বসেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন, যা ভোগান্তি কমিয়ে উৎসবের আনন্দ আরও বাড়াবে বলেই আশা করছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রা ২০২৫: শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

আপডেট সময় ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ধরে নিয়ে আজ শনিবার (২৫ মে) থেকে ৬ জুনের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট।

এবারের ঈদ যাত্রায় পাঁচটি গুরুত্বপূর্ণ রুটে চলবে মোট ১০টি স্পেশাল ট্রেন। এগুলোর মধ্যে কিছু ট্রেন চলবে ৪ থেকে ৬ জুন পর্যন্ত এবং ঈদের পর ৯ থেকে ১৪ জুন পর্যন্ত। ঈদের দিনও নির্দিষ্ট কিছু ট্রেন যাত্রা করবে যাত্রী সেবার জন্য।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ঈদে সারাদেশে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে, যার আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। যাত্রীচাহিদা বিবেচনায় প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটও রাখা হয়েছে, যা স্টেশনের নির্ধারিত কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

ঈদের আগাম টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে; ২ জুনের টিকিট ২৩ মে; ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি হয়েছে। ৪ জুনের টিকিট বিক্রি হয় আজ ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৬ মে এবং আজ বিক্রি হচ্ছে ৬ জুনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সময়মতো টিকিট সংগ্রহ এবং অনলাইনের মাধ্যমে নির্ধারিত তারিখে টিকিট বুকিংয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রযুক্তি ব্যবহারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, যেন দালালের মাধ্যমে প্রতারিত না হন কেউ।

এই উদ্যোগের ফলে যাত্রীরা ঘরে বসেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন, যা ভোগান্তি কমিয়ে উৎসবের আনন্দ আরও বাড়াবে বলেই আশা করছে বাংলাদেশ রেলওয়ে।