০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 80

ছবি সংগৃহীত

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভারতের কিছু বিধিনিষেধকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশ আত্মনির্ভরশীলতার দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “স্থলপথে বাংলাদেশি কিছু পণ্যের আমদানিতে ভারতের সাময়িক নিষেধাজ্ঞা ব্যবসায়ীদের কিছুটা ক্ষতিগ্রস্ত করলেও এটি আমাদের জন্য আত্মনির্ভরশীলতার পথ তৈরি করেছে। আমরা দীর্ঘমেয়াদে এই সুযোগকে কাজে লাগাতে পারি।”

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও, দেশ হিসেবে নিজের প্রয়োজনীয়তা পূরণে আত্মনির্ভর হওয়ার এটিই সময়। আমাদের সক্ষমতা বাড়ানো ও ঘরোয়া উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার দিকেই মনোযোগ দিতে হবে।”

জাতীয় যুব ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ আরেকটি পোস্টে লেখেন, “স্টারলিংক প্রযুক্তির আগমন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।”

তিনি বলেন, “বিশেষ করে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলো—যেখানে এখনো অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছেনি—সেখানে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”

উল্লেখ্য, সম্প্রতি ভারতে বাংলাদেশি কিছু পণ্যের স্থলপথে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এরই প্রেক্ষাপটে সরকার ব্যবসায়ীদের উদ্বেগ বোঝার পাশাপাশি দেশীয় উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছে।

উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে তেমনি আত্মনির্ভর বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগও।

নিউজটি শেয়ার করুন

ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৮:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভারতের কিছু বিধিনিষেধকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশ আত্মনির্ভরশীলতার দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “স্থলপথে বাংলাদেশি কিছু পণ্যের আমদানিতে ভারতের সাময়িক নিষেধাজ্ঞা ব্যবসায়ীদের কিছুটা ক্ষতিগ্রস্ত করলেও এটি আমাদের জন্য আত্মনির্ভরশীলতার পথ তৈরি করেছে। আমরা দীর্ঘমেয়াদে এই সুযোগকে কাজে লাগাতে পারি।”

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও, দেশ হিসেবে নিজের প্রয়োজনীয়তা পূরণে আত্মনির্ভর হওয়ার এটিই সময়। আমাদের সক্ষমতা বাড়ানো ও ঘরোয়া উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার দিকেই মনোযোগ দিতে হবে।”

জাতীয় যুব ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ আরেকটি পোস্টে লেখেন, “স্টারলিংক প্রযুক্তির আগমন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।”

তিনি বলেন, “বিশেষ করে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলো—যেখানে এখনো অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছেনি—সেখানে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”

উল্লেখ্য, সম্প্রতি ভারতে বাংলাদেশি কিছু পণ্যের স্থলপথে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এরই প্রেক্ষাপটে সরকার ব্যবসায়ীদের উদ্বেগ বোঝার পাশাপাশি দেশীয় উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছে।

উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে তেমনি আত্মনির্ভর বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগও।